-68b4679ab1afb.jpg)
রাজনীতি যে সহজ নয়, তা ইতিমধ্যেই বুঝে গেছেন বলিউড অভিনেত্রী তথা মান্ডির সাংসদ কঙ্গনা রানাওয়াত। সংসদ সদস্য হওয়ার পর তিনি নিজেই স্বীকার করেছেন— ‘রাজনীতিতে এত খাটাখাটনি করতে হবে, তা আমার কল্পনায়ও ছিল না।’ তাই কি আবার অভিনয়মুখী হচ্ছেন কঙ্গনা?
সাম্প্রতিক বছরগুলোতে কঙ্গনার ছবি বক্স অফিসে খুব একটা সাফল্য পায়নি। তবে ‘গ্যাংস্টার’, ‘ফ্যাশন’, ‘কুইন’, ‘তনু ওয়েডস মনু’র মতো কাজ তার অভিনয় দক্ষতাকে অম্লান করেছে। এবার শোনা যাচ্ছে, সেই জাদুই চরিত্রগুলোতে নতুন করে প্রাণ সঞ্চার করতে চলেছেন তিনি।
চলতি বছরের নভেম্বরেই শুরু হতে পারে ‘কুইন ২’-এর শুটিং। ভারত ও লন্ডনে হবে চিত্রায়ণ, আর ইতিমধ্যেই প্রস্তুতি জোর কদমে চলছে বলে খবর। এর পরেই কঙ্গনা নামবেন আনন্দ এল রাইয়ের জনপ্রিয় সিরিজ ‘তনু ওয়েডস মনু’-এর তৃতীয় কিস্তির কাজে। ছবিটিতে ফের তার বিপরীতে দেখা যেতে পারে আর. মাধবনকে। ২০২৬ সালে শুরু হবে ছবিটির শুটিং।
যদিও এ ব্যাপারে কঙ্গনা বা নির্মাতাদের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবু বলিউডের অন্দরে গুঞ্জন, রাজনীতির ব্যস্ততার ফাঁকেই পর্দায় প্রত্যাবর্তনের পরিকল্পনা করছেন অভিনেত্রী।
২০২৪ সালে বিজেপির টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন কঙ্গনা। কিন্তু এক বছরের মধ্যেই রাজনৈতিক বাস্তবতায় কিছুটা অস্বস্তি প্রকাশও করেছেন তিনি। নালা পরিষ্কার থেকে রাস্তা সংস্কারের মতো সমস্যায় প্রতিনিয়ত ছুটে আসছেন সাধারণ মানুষ। এমন দায়ভার নিতে স্বচ্ছন্দ নন কঙ্গনা। তার প্রত্যাশা ছিল, রাজনীতি হবে তুলনামূলক হালকা এবং আর্থিক দিক থেকেও লাভজনক। কিন্তু বাস্তবে অভিজ্ঞতা হয়েছে উল্টো। আর এ কারণেই নাকি অভিনয়ে ফেরার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছেন তিনি।