ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার দাপট নিয়ে বহুদিন ধরেই সমালোচনা চলছে। যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় এগুলোকে দায়ী করছেন অনেকে। এবার সেই ক্ষোভ প্রকাশ করলেন টিভি অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার সাম্প্রতিক একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে তুমুল আলোচনা। সেখানে সরকারকে সরাসরি সতর্ক করে তিনি লিখেছেন— ‘প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলতে থাকলে, আগামী বছর থেকে আমি গাড়ির ট্যাক্স পরিশোধ করব না।’
তার এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশ তার অবস্থানকে সমর্থন জানিয়ে লিখেছেন, রাজধানীর যানজট ও বিশৃঙ্খলার পেছনে অনিয়ন্ত্রিত অটোরিকশাই অন্যতম কারণ। তাদের মতে, এসব রিকশা শুধু ট্রাফিক সমস্যাই বাড়াচ্ছে না, দুর্ঘটনার ঝুঁকিও বহুগুণ বাড়াচ্ছে।
অন্যদিকে, কেউ কেউ বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তাদের মতে, নিম্ন আয়ের মানুষের জীবিকার সঙ্গে এই পরিবহন জড়িত। সঠিক নীতিমালা ও বিকল্প রুট না করে হুট করে সড়ক থেকে তুলে দিলে তা সমাজে নতুন সংকট ডেকে আনতে পারে।
চমক অবশ্য এর আগেও বিভিন্ন সামাজিক বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। নারী অধিকার থেকে শুরু করে পারিবারিক মূল্যবোধ— সব ক্ষেত্রেই তার খোলামেলা মন্তব্য আলোচনায় এসেছে বারবার। ব্যাটারিচালিত রিকশা প্রসঙ্গে তার সর্বশেষ স্ট্যাটাস আবারও তাকে বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
ডিআর/এসএসকে/এমএমআর/এএইচকে