কোলাহলের নগরীতে ‘দ্য মামার্স’র ‘মেক সাম সাইলেন্স’

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৪
আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ২০:০২

শব্দমুখর নগরীতে নীরবতার মধ্য দিয়ে সমাজ, মানুষের মানসিকতা, নিপীড়ন, সংকট ও প্রতিরোধের গল্প তুলে ধরল মূকাভিনয় সংগঠন ‘দ্য মামার্স’।
শনিবার (৩০ আগস্ট) বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আয়োজিত ব্যতিক্রমধর্মী এই মূকাভিনয় সন্ধ্যার নাম ছিল ‘মেক সাম সাইলেন্স’।
প্রযোজনায় ছিল পাঁচটি মূকাভিনয়— ‘ছাই’, ‘এন আনপ্রেডিক্টেবল ডে’, ‘অতন্দ্র প্রহরী’, ‘ক্রিকেট’ ও ‘রক্তপিপাসু’। এর মধ্যে ‘ছাই’, ‘অতন্দ্র প্রহরী’, ‘ক্রিকেট’ ও ‘রক্তপিপাসু’ রচনা করেছেন দ্য মামার্সের দলপ্রধান শহিদুল মুরাদ। তিনি ভারতের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী এবং বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের প্রশিক্ষক সম্পাদক। আর ‘এন আনপ্রেডিক্টেবল ডে’ রচনা করেছেন দেশের অন্যতম মূকাভিনেতা রাজ ঘোষ। সবকটি প্রযোজনার নির্দেশনায় ছিলেন শহিদুল মুরাদ।
অভিনয়ে অংশ নেন শহিদুল মুরাদ, শাহাদাত সাব্বির, রিমি শেখ, সারোয়ার সবুজ, তাসনিম তৃণা, ওয়ালীউল্লাহ, লাজুক ও শিমুল। আবহসংগীতে ছিলেন নাজমুল, আলোক পরিকল্পনায় কায়সার এবং প্রজেক্টর সঞ্চালনায় শিমুল।
সন্ধ্যা ৭টায় শুরু হওয়া আয়োজনে ছিল দর্শকদের কান্না, হাসি, উল্লাস আর টানা করতালি। নীরবতা কীভাবে প্রতিবাদের ভাষা হতে পারে, তারই অনন্য উদাহরণ দেখিয়েছে ‘মেক সাম সাইলেন্স’। প্রতিটি প্রযোজনায় মূকাভিনয়ের গাঁথুনি ও বোধগম্যতা দর্শকের মন জয় করেছে।
মূকাভিনয়প্রেমী, সাংস্কৃতিক কর্মী ও দর্শকের উপস্থিতিতে সন্ধ্যাটিকে সার্থক করে তোলে দ্য মামার্স। ভবিষ্যতে আরও গভীর শিল্পচর্চার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
এইচআর/এইচকে