Logo

বিনোদন

পাকিস্তানেও জনপ্রিয়তার শীর্ষে শাকিব খান

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ২২:০০

পাকিস্তানেও জনপ্রিয়তার শীর্ষে শাকিব খান

ছবি : সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খানের জনপ্রিয়তা এবার সীমান্ত পেরিয়ে পৌঁছেছে পাকিস্তানে। গত বছর দেশটিতে তার ছবি ‘তুফান’ মুক্তির পর থেকেই দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। উর্দু ডাবিংয়ে নির্মিত ছবিটি পাকিস্তানের ৪২টি মাল্টিপ্লেক্সের ১২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং মুক্তির পর থেকেই শাকিবকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়।

সম্প্রতি পাকিস্তানি ইনফ্লুয়েন্সার রশিদ খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওতে এক নারীকে শাকিব খান ও পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খানের ছবি দেখিয়ে তুলনা করতে বলা হয়। সৌন্দর্য, ফ্যাশন সেন্স, অভিনয়, লুক, স্টারডমসহ ১০টি বিষয়ের ওপর ভিত্তি করে করা হয় এ তুলনা।

ফলাফলে দেখা যায়, ১০টির মধ্যে ৮টি মানদণ্ডে শাকিব খান এগিয়ে। ভিডিওটির নিচে অনেক পাকিস্তানি দর্শক শাকিবের প্রশংসা করে মন্তব্য করেছেন—‘তিনি শাকিব খান, বাংলাদেশের মেগাস্টার।’ কমেন্ট বক্সে বাংলাদেশি ভক্তেরাও ভালোবাসা ও ইমোজি দিয়ে সাড়া জানিয়েছেন।

গত ১ নভেম্বর লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ ও গুজরানওয়ালায় মুক্তি পায় শাকিবের ‘তুফান’। সে সময় পাকিস্তানি সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় অভিনেতাকে নিয়ে ব্যাপক আলোচনা হয়।

সব মিলিয়ে পাকিস্তানেও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছেন ঢালিউডের ‘কিং খান’ শাকিব।

এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শাকিব খান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর