
জয়া আহসানের প্রথম ইরানি চলচ্চিত্র ‘ফেরেশতে’ নির্মিত হয়েছিল তিন বছর আগে। এরপর থেকে সিনেমাটি ঘুরে বেড়িয়েছে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং জিতেছে পুরস্কারও। বিশেষ করে ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক দৃষ্টিভঙ্গির জন্য জাতীয় পুরস্কার অর্জন করে ছবিটি। এছাড়া ২০২৪ সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবেও প্রদর্শিত হয়েছিল এটি।
তবে এখনো বাংলাদেশের প্রেক্ষাগৃহে দর্শকরা ছবিটি দেখার সুযোগ পাননি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। চলতি মাসেই মুক্তির আলো দেখতে পারে আলোচিত এই সিনেমা।
প্রেক্ষাগৃহ লায়ন সিনেমাস ইতোমধ্যেই তাদের ফেসবুক পেজে ‘ফেরেশতে’ মুক্তির ঘোষণা দিয়েছে। পাশাপাশি স্টার সিনেপ্লেক্স থেকেও জানানো হয়েছে— মুক্তি নিয়ে প্রযোজকদের সঙ্গে আলোচনা চলছে। সব কিছু চূড়ান্ত হলে দ্রুতই জানিয়ে দেওয়া হবে আনুষ্ঠানিক মুক্তির তারিখ।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় জয়া আহসানের সঙ্গে অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী। উল্লেখযোগ্য বিষয় হলো, ছবিটির সহ-প্রযোজক হিসেবেও যুক্ত রয়েছেন জয়া আহসান।