Logo

বিনোদন

‘আপনাকে পার্সোনাল বন্ধু হিসেবে চাই, আমাদের সম্পর্ক কেউ জানবে না’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৯

‘আপনাকে পার্সোনাল বন্ধু হিসেবে চাই, আমাদের সম্পর্ক কেউ জানবে না’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের ভালোবাসা প্রায়ই তারকাদের জন্য আনন্দের হলেও অনেক সময় সেই ভালোবাসা সীমা ছাড়িয়ে বিরক্তি কিংবা বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। ঠিক এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল।

সম্প্রতি এক ভক্ত তাকে ইনবক্সে একের পর এক বার্তা পাঠিয়ে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব দেন। বিষয়টি নিয়ে চুপ না থেকে পিয়া চতুরতার সঙ্গে জবাব দেন— সরাসরি গুলশান থানার অফিসিয়াল মোবাইল নম্বর পাঠিয়ে।

পিয়া নিজেই ঘটনার স্ক্রিনশট শেয়ার করেছেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে। সেখানে দেখা যায়, ওই ব্যক্তি তাকে প্রেম নিবেদন করে বারবার ব্যক্তিগত নম্বর চাইছেন। বার্তাগুলোতে তিনি লিখেছেন, ‘আমি বাজে ছেলে নই, আমি আপনার এক অন্ধভক্ত। আপনাকে পার্সোনাল বন্ধু হিসেবে চাই, আমাদের সম্পর্ক কেউ জানবে না। আল্লাহর কসম।’

তবে পিয়া একটিও উত্তর না দিয়ে শেষ পর্যন্ত পুলিশের নম্বর দিয়ে দেন। তার এই কৌশলী জবাব মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

ঘটনার পর নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। কেউ লিখেছেন, ‘এটাই সঠিক জবাব, একেবারে শ্বশুরবাড়ির ঠিকানা।’ আবার কেউ বলেছেন, ‘সে চেয়েছিল গোপন রাখতে, আর আপনি তো সবার সামনে ফাঁস করে দিলেন!’

অনেকেই পিয়ার এই পদক্ষেপকে অভিনন্দন জানিয়েছেন এবং তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতি ভক্তদের আরও সচেতন ও সম্মানজনক আচরণের আহ্বান জানিয়েছেন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর