-68b96e1509aa4.jpg)
প্রতীক্ষার অবসান, অবশেষে মুক্তি পেল ভিকি জাহেদের বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘আকা’। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে এটি এক্সক্লুসিভলি দেখা যাচ্ছে হইচই প্ল্যাটফর্মে। রহস্য, প্রতিশোধ, নিঃসঙ্গতা আর মানবিক সম্পর্কের টানাপোড়েন— সব মিলিয়ে নির্মিত হয়েছে ৭ পর্বের এই সোশ্যাল থ্রিলার।
প্রধান চরিত্র আবুল কালাম আজাদ (আকা)— শৈশবের ভয়াবহ এক ট্র্যাজেডির সাক্ষী হয়ে সারাজীবন ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত এক মানুষ। সমাজের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে না পারলেও তার অসামান্য সংগীত প্রতিভা থেকে যায় অচর্চিত আর অবমূল্যায়িত। চরিত্রটিতে অভিনয় করেছেন আফরান নিশো, যিনি প্রায় দুই বছর পর ওটিটি কনটেন্টে ফিরলেন।
আজাদের নিঃসঙ্গ জীবনে হঠাৎ করেই প্রবেশ করে মেঘা (মাসুমা রহমান নাবিলা)। নতুন আশার আলোয় ভর করলেও অতীতের অন্ধকার থেকে মুক্তি পায় না সে। স্বীকৃতির নেশায় একের পর এক নৃশংস ঘটনা ঘটাতে থাকে আজাদ। আশ্চর্যের বিষয়, সমাজ তাকে অপরাধী নয়, বরং নায়ক হিসেবে বরণ করে নেয়। অনলাইনের উন্মাদনা আর প্রশংসার স্রোতে আজাদ হারিয়ে ফেলে নৈতিকতার সীমারেখা।
কিন্তু কেন?
প্রশ্ন জাগে— মানুষ স্বীকৃতির জন্য কতদূর যেতে পারে? আর যখন সামাজিক যোগাযোগমাধ্যম জীবনের নিয়ন্ত্রণ নেয়, তখন তার মূল্য কতটা ভয়াবহ হতে পারে?
নিশো-নাবিলার পাশাপাশি সিরিজটিতে রয়েছেন আজিজুল হাকিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, শাহেদ আলী, ইমতিয়াজ বর্ষণ, এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, সেমন্তি সৌমী, নিকিতা সাহা প্রমুখ।
গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক ভিকি জাহেদ নিজেই। তিনি বলেন— ‘আকা আমার কাছে এক্সপেরিমেন্টাল কাজ, দর্শকরা এখানে নতুন ধরনের থ্রিলার অভিজ্ঞতা পাবেন।’
সিরিজটিতে রয়েছে দুটি গান— ‘রক্তের পথ’ এবং ‘উড়ে যাবে দূরে’।
মুক্তির আগে প্রকাশিত ট্রেলারেই দর্শক মহলে তুমুল সাড়া জাগায় আকা। নতুন ধারার কনটেন্ট, শক্তিশালী চরিত্র ও সামাজিক প্রেক্ষাপটে ভিন্ন আঙ্গিকের গল্পের কারণে এটি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
ঢাকার বিভিন্ন লোকেশনে শুট হওয়া ‘আকা’ শুধু একটি থ্রিলার নয়, বরং ন্যায়-অন্যায়, ভালোবাসা, একাকিত্ব আর প্রতিশোধের প্রশ্নকে নতুনভাবে উপস্থাপন করেছে।