Logo

বিনোদন

ভেঙে গেল মোনালির সংসার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৬

শোবিজ অঙ্গনে প্রেম আর বিয়ের সম্পর্ক খুব সহজেই ভেঙে যাওয়ার নজির নতুন নয়। এবার সেই তালিকায় যোগ হলো বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা মোনালি ঠাকুরের নাম। সুইস প্রেমিককে চুপিসারে বিয়ে করলেও সংসার টিকল না বেশিদিন।

২০২০ সালে করোনা মহামারির সময় ভক্তদের চমকে দিয়ে মোনালি জানান, তিন বছর আগেই তিনি বিয়ে করেছেন। তার স্বামী মাইক রিচটার, যিনি সুইজারল্যান্ডে একটি রেস্তোরাঁর মালিক। এতদিন বিয়েটি আড়ালে রেখেছিলেন এই দম্পতি।

তবে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বছর মোনালির মায়ের মৃত্যু সময় থেকেই দাম্পত্য জীবনে দেখা দেয় টানাপোড়েন। লং ডিস্ট্যান্স সম্পর্কের কারণে তাদের মধ্যে দূরত্ব আরও বাড়তে থাকে। এক পর্যায়ে দুজন আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।

সম্প্রতি গায়িকা ইনস্টাগ্রামে মাইককে আনফলো করেছেন। এমনকি তাদের মধ্যে এখন কোনো যোগাযোগও নেই। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের ঘোষণা আসতে পারে বলে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

সূত্র আরও জানায়, ‘কয়েক বছরে তাদের সম্পর্কের রঙ অনেকটাই বদলে গেছে। এখন তারা দম্পতি হিসেবে আর কারও আলোচনার বিষয় নন। একসঙ্গে ফেরারও কোনো সম্ভাবনা নেই।’

উল্লেখ্য, এক বিদেশ ভ্রমণে পরিচয়ের সূত্র ধরেই মাইক ও মোনালির মধ্যে প্রেমের সূচনা। পরে গোপনে বিয়ে করলেও শেষ পর্যন্ত টিকল না সংসার।

ডিআর/এসএসকে/এইচআর/এএইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর