Logo

বিনোদন

ফেসবুকে ভাইরাল নবজাতকের বাবা তাহসান নন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৫

ফেসবুকে ভাইরাল নবজাতকের বাবা তাহসান নন

সংগীত জীবনের ২৫ বছর উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান। এরই মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক ছবি, যেখানে তাকে দেখা যায় কোলে একটি নবজাতক নিয়ে। গুজব রটে, শিশুটি নাকি তাহসান ও তার স্ত্রী রোজা আহমেদের সন্তান।

বিষয়টি নিয়ে বেশ অস্বস্তিতে পড়েন তাহসান। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জানান ভাইরাল হওয়া নবজাতকের বাবা তিনি নন। তাহসান জানান, ‘ছবিটি অন্তত তিন বছরের পুরোনো। কোলের বাচ্চাটি আমার এক ছোট ভাইয়ের সন্তান। ওকে দেখতে আমি হাসপাতালে গিয়েছিলাম। অথচ এটিকে আমার নিজের সন্তান বলে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।’

গুজব ছড়ানো প্রসঙ্গে হতাশা প্রকাশ করে এই শিল্পী বলেন, যাচাই-বাছাই না করে সোশ্যাল মিডিয়ায় যেভাবে বিষয়গুলো ছড়ানো হয়, তা সত্যিই দুঃখজনক।

এদিকে সংগীত জীবনের রজতজয়ন্তী উপলক্ষে সেপ্টেম্বরজুড়ে অস্ট্রেলিয়ায় একাধিক কনসার্ট করার পরিকল্পনা রয়েছে তাহসানের।

উল্লেখ্য, চার মাসের পরিচয়ের সূত্র ধরে চলতি বছরের ৫ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন এই জনপ্রিয় গায়ক-অভিনেতা।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর