-68baa81521c69.jpg)
দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া হিমালয়ের সৌন্দর্য নিজের চোখে দেখতে চান। তবে নেপাল বা দার্জিলিং নয়, বাংলাদেশের ভূখণ্ডেই দাঁড়িয়ে তিনি উপভোগ করতে চান কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য।
হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ এই শৃঙ্গ প্রতিবেশী দেশ ভারত ও নেপালের সীমানায় অবস্থিত। অক্টোবর-নভেম্বর মাসে বাংলাদেশের পঞ্চগড় ও বিশেষ করে তেঁতুলিয়া থেকে ভোরের আলোয় সোনালি আভায় ঝলমল করা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তবে এ বছর যেন কিছুটা আগেভাগেই দৃশ্যমান হয়েছে পর্বতশৃঙ্গটি।
এই সৌন্দর্য প্রত্যক্ষ করতে মুখিয়ে আছেন ফারিয়া। সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে তিনি লিখেছেন, পঞ্চগড় বা তেঁতুলিয়া এলাকায় পরিবার নিয়ে ২-৩ দিন থাকার মতো কোনো রিসোর্ট, হোটেল বা হোমস্টে সম্পর্কে পরামর্শ চাই।
অভিনেত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম কমেন্টে লিখেছেন— ‘তেঁতুলিয়ায় ডাকবাংলো আছে, তুলনামূলক ভালো। এছাড়া কিছু এনজিওর রিসোর্টও আছে। পঞ্চগড়ে স্বাগতম।’
সারজিসের পরামর্শ পেয়ে কৃতজ্ঞতাও জানিয়েছেন শবনম ফারিয়া।
একসময় কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে দার্জিলিংয়ের টাইগার হিলে মধ্যরাতে গিয়ে সূর্যোদয়ের অপেক্ষায় বসে থাকতে হতো। ভাগ্য ভালো হলে এক ঝলক দেখা মিলত, নইলে হতাশ হতে হতো। অথচ এখন দার্জিলিং ছাড়াও বাংলাদেশের পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকেও পরিস্কারভাবে দেখা যায় এই হিমালয় শৃঙ্গ।