Logo

বিনোদন

অপু বিশ্বাসকে ‘পল্টিবাজ’ বলে পরীমণির খোঁচা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪১

অপু বিশ্বাসকে ‘পল্টিবাজ’ বলে পরীমণির খোঁচা

ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও পরীমণির মধ্যে ঠাণ্ডা লড়াই বরাবরই আলোচনায় থাকে। তবে এবার সেটি যেন নতুন রূপ নিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাসে সরাসরি নাম না নিয়েই অপু বিশ্বাসকে খোঁচা দিয়েছেন পরীমণি। তিনি লিখেছেন— ‘আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামিলীগ ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদি কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা।’

স্ট্যাটাসে কার কথা বলা হয়েছে তা উল্লেখ না থাকলেও নেটিজেনদের বড় অংশের ধারণা, এটি অপু বিশ্বাসকে উদ্দেশ্য করেই লেখা। কারণ সম্প্রতি কুষ্টিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে অংশ নেন অপু। অথচ কয়েক বছর আগেও আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় নিয়মিত মুখ ছিলেন তিনি, এমনকি সংরক্ষিত আসনের সংসদ সদস্য হওয়ার দৌড়েও নাম ছিল অপুর।

এই বিষয়টি নিয়েই পরীমণি খোঁচা দিয়েছেন বলে মনে করছেন অনেকেই। পোস্টটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছে। কেউ কেউ মন্তব্য করছেন— ‘এটা আসলেই পরীর স্পেশাল খোঁচা!’ আবার কেউ বলছেন— ‘নায়িকাদের রাজনীতি এখন সিনেমার থেকেও বেশি নাটকীয়!’

তবে পরীমণি এখনো স্পষ্ট করে কিছু বলেননি, আর অপু বিশ্বাসও এই নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। ফলে আলোচনায় ‘নায়িকাদের রাজনৈতিক পল্টি’ নিয়েই সরগরম হয়ে উঠেছে চলচ্চিত্র অঙ্গন। 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন পরীমণি অপু বিশ্বাস আওয়ামী লীগ বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর