সালমান শাহ্ : আজও ভক্তদের হৃদয়ে চির সবুজ এক নায়ক

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫
-68bb96e5ab077.jpg)
সালমান শাহ। ছবি: সংগৃহীত
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে যদি কারও নাম রূপকথার মতো উচ্চারিত হয়, তিনি হলেন সালমান শাহ্। নব্বই দশকের সেই উজ্জ্বল নক্ষত্র, যিনি অল্প সময়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছিলেন।
আজ তার প্রয়াণ দিবসে আমরা স্মরণ করি এক কিংবদন্তিকে, যার জীবন ছিল স্বপ্নময়—কিন্তু শেষটা ছিল হঠাৎ নিভে যাওয়া প্রদীপের মতো।
১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্ম নেন চৌধুরী শাহরিয়ার ইমন। পরবর্তীতে তিনি চলচ্চিত্রে আসেন সালমান শাহ্ নামে।
১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে তিনি নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। আর প্রথম ছবিতেই ঘটে যায় ইতিহাস। রোমান্টিক হিরো হিসেবে তিনি তরুণ-তরুণীদের মনে জায়গা করে নেন।
মাত্র চার বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন মাত্র ২৭টি চলচ্চিত্রে। কিন্তু এই অল্প সময়েই তিনি হয়ে উঠেছিলেন ঢাকাই সিনেমার রাজপুত্র।
কারণ, সালমান শাহ্র সিনেমায় ছিল সতেজতা, স্টাইল আর আধুনিকতার ছোঁয়া। ছিলেন নব্বইয়ের দশকের ফ্যাশন আইকন। তার চোখের দৃষ্টি, সংলাপ বলার ভঙ্গি আর গানগুলোর উপস্থাপনা দর্শককে মোহিত করত।
তখনকার তরুণ প্রজন্ম প্রেম, স্বপ্ন আর স্টাইলের প্রতীক হিসেবে তাকেই অনুসরণ করত।
‘সুজন সখী’, ‘অন্তরে অন্তরে’, ‘প্রেমপিয়াসী, বিক্ষোভ', ‘তুমি আমার’, ‘চাওয়া থেকে পাওয়া’—প্রতিটি ছবিই দর্শকের হৃদয়ে অমর হয়ে আছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। বাংলাদেশ চলচ্চিত্রের আকাশ থেকে যেন হঠাৎ করেই হারিয়ে গেল এক উজ্জ্বল নক্ষত্র।
মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন সালমান শাহ্।
ঢাকার রাস্তায় তখন হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিল শুধু প্রিয় নায়কের একটুখানি দেখা পাওয়ার জন্য। কান্নায় ভেসেছিল গোটা জাতি।
তার মৃত্যু আজও রহস্যঘেরা, আজও ভক্তরা বিশ্বাস করতে চান না— তাদের প্রিয় নায়ক নেই।
আজ তার প্রয়াণ দিবসে প্রশ্নটা থেকেই যায়—
যদি তিনি বেঁচে থাকতেন? বাংলাদেশের চলচ্চিত্র হয়তো পেত ভিন্ন এক গতিপথ, ভিন্ন এক স্বর্ণযুগ। কিন্তু সালমান শাহ্ চলে গেলেও তিনি রয়ে গেছেন ভক্তদের হৃদয়ে।
প্রতিটি সংলাপে, প্রতিটি গানে, প্রতিটি হাসিতে— আজও তিনি বেঁচে আছেন। সালমান শাহ্ ছিলেন শুধু একজন নায়ক নন— তিনি ছিলেন এক যুগের স্বপ্ন, এক প্রজন্মের অনুপ্রেরণা।
তার মৃত্যু হঠাৎ করেই আমাদের কাঁদিয়েছে, কিন্তু তার স্মৃতি, তার সিনেমা, তার ভালোবাসা আজও আমাদের সঙ্গে আছে।
এই প্রয়াণ দিবসে আমরা তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি।
সালমান শাহ্— আপনি নেই, কিন্তু আপনার নাম চিরকাল অমর হয়ে থাকবে।
এসএসকে/এআরএস