ঢাকা শহরে যেন কারফিউ দেওয়া ছিল— সব সুনসান : সালমান স্মরণে চয়নিকা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪১

বাংলাদেশের চলচ্চিত্র ও নাটকের জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী প্রয়াত চিত্রতারকা সালমান শাহকে নিয়ে দিলেন আবেগঘন একটি স্ট্যাটাস। ৬ সেপ্টেম্বর নিজের ফেসবুক হ্যান্ডেলে পোস্টে তিনি লিখেছেন, ‘সালমান শাহ শুধু একজন সুপারস্টারই ছিলেন না, ছিলেন অসাধারণ একজন মানুষও।’
চয়নিকা লেখেন, ‘যদি এই পৃথিবীতে সত্যি সত্যি সালমান শাহ (ইমন) বেঁচে থাকতেন, তবে আমার প্রথম সিনেমার নায়ক তিনিই হতেন। আমি বহুবার সাক্ষাৎকারে এই কথাই বলেছি। কাজ করতে গিয়ে সালমান শাহকে ভীষণ মিস করি। তবে তিনি আছেন— সবার হৃদয়ে, অমলিন স্মৃতিতে।’
তিনি ১৯৯৫ সালে অরুণ চৌধুরী লিখিত ও সৃষ্টিঅডিওভিশন প্রযোজিত নাটক নয়ন এর স্মৃতি টেনে আনেন। সেখানে সালমান শাহর সহশিল্পী ছিলেন শমী কায়সার, তমালিকা কর্মকার, ডলি জহুর প্রমুখ। নাটকটির কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে চয়নিকা লিখেছেন, ‘ইমনের কাজের প্রতি ডেডিকেশন দেখে আমরা সবাই মুগ্ধ হয়েছিলাম। এত আনন্দ নিয়ে কাজ করতাম! সালমান শাহ সুপারস্টার হওয়ার পরেও তার ব্যবহারে কোনো পরিবর্তন আসেনি।’
সালমান শাহর ব্যক্তিত্বের প্রশংসা করে তিনি আরও লিখেছেন, ‘ইমন (সালমান শাহ) বাসায় এলে মাঝেমধ্যেই কিছু কষ্টের কথা শেয়ার করতেন। আমরা মুগ্ধ হয়ে তার কথা শুনতাম। সালমান তুমি তখন যেমন আধুনিক ছিলে, আজ অবধি তুমি-ই আধুনিক। তুমি একমাত্র, অনলি ওয়ান।’
চয়নিকা স্মৃতিচারণ করেন সালমান শাহর মৃত্যুর দিনটিরও। তিনি লেখেন, ‘তোমার চলে যাওয়ার পর সেদিন বিটিভিতে আবারও নয়ন প্রচার হয়েছিল। ঢাকা শহরে যেন কারফিউ দেওয়া ছিল— সব সুনসান। কারণ তখন একমাত্র চ্যানেল ছিল বাংলাদেশ টেলিভিশন এবং নাটকটি ছিল জনপ্রিয়তার শীর্ষে।’
নিজের আবেগ প্রকাশ করে চয়নিকা আরও বলেন, ‘সালমান শাহ’র মতো আধুনিক অভিনয়, লুক, সেন্স, কস্টিউম, মেকআপ, উচ্চারণ— কেউই দেখাতে পারেনি। তিনি এমন এক শিল্পী, যাকে হারানোর পর আজও মানুষের চোখ ভিজে ওঠে। এত বছরেও তার জনপ্রিয়তা অমলিন, আর তা এমনি এমনি হয় না।’
শেষে সালমান শাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মাতা লেখেন, ‘যেখানেই থাকো ভালো থেকো সালমান। সবাই তোমাকে ভালোবাসে। তুমি অল্প সময়ে যা করে গিয়েছিলে, তা কেউ করতে পারেনি। তোমার জন্য রইলো ভালোবাসা আর শ্রদ্ধা।’