Logo

বিনোদন

‘বিবৃতি চাই না, মব সামলা!’, সরকারের উদ্দেশে নিপুণের কড়া বার্তা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৮

‘বিবৃতি চাই না, মব সামলা!’, সরকারের উদ্দেশে নিপুণের কড়া বার্তা

রাজবাড়ীর গোয়ালন্দে কবর থেকে মরদেহ উত্তোলন ও দাহের ঘটনায় সারাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) স্থানীয়ভাবে পরিচিত নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয় ‘তৌহিদী জনতা’ নামধারী একদল মানুষ।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে। অন্তর্বর্তী সরকারও এক বিবৃতিতে এ ঘটনায় প্রতিবাদ জানায়। সরকারের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের বর্বরতা কোনও অবস্থাতেই বরদাশত করা হবে না।

তবে সরকারের কেবলমাত্র বিবৃতিকে অনেকেই যথেষ্ট মনে করছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতন মহলের প্রশ্ন— মবকারীদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা না নিয়ে কেবল বিবৃতিতে সীমাবদ্ধ থাকাটা সরকারের ‘নতজানু নীতির’ বহিঃপ্রকাশ।

এই ক্ষোভের প্রতিধ্বনি শোনা গেল নির্মাতা আশফাক নিপুনের লেখাতেও। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘কবর থেকে উল্লাস করে মৃতদেহ তুলে পুড়িয়ে দেওয়া বর্বরতার চূড়ান্ত।’

এরপর সরকারের উদ্দেশে নিপুন সরাসরি বলেন, ‘হে সরকার, ভিক্ষা চাই না, কুত্তা সামলা’র মতো বলতেছি— ‘বিবৃতি চাই না, মব সামলা!’

ঘটনার ভয়াবহতা এবং এ নিয়ে সরকারের অবস্থানকে ঘিরে জনমনে এখনো তীব্র প্রতিক্রিয়া চলছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন মব

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর