ভুয়া সংবাদ : ৫০০ কোটি’র মানহানি মামলার হুশিয়ারি জয়ন্ত রোজারিও’র

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৯
-68bc45b22787d.jpg)
নাট্য নির্মাতা ও দি মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সদস্য জয়ন্ত রোজারিও অভিযোগ করেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মানহানির অপচেষ্টা চালানো হচ্ছে। এ নিয়ে তিনি এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন।
জয়ন্ত রোজারিও জানান, ‘অগ্রযাত্রা এক্সক্লুসিভ’ নামের একটি ফেসবুক পেজের সম্পাদক মেহেদী হাসান দীর্ঘদিন ধরে ভুয়া সাংবাদিকতার আড়ালে সারাদেশে নেটওয়ার্ক তৈরি করে চাঁদাবাজি চালাচ্ছেন। কয়েক দফায় তার সঙ্গেও যোগাযোগের নামে হয়রানির চেষ্টা করা হয়েছে। সম্প্রতি ওই পেজ থেকে তার বিরুদ্ধে একটি “রিপোর্ট কার্ড” প্রকাশ করে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়। তবে আজ পর্যন্ত কোনো প্রমাণ হাজির করতে পারেনি বলে দাবি করেন তিনি।
বিজ্ঞপ্তিতে নির্মাতা স্পষ্ট হুঁশিয়ারি দেন— ‘যদি এই ধরনের অপপ্রচার অব্যাহত থাকে, তবে আমি ৫০০ কোটি টাকার মানহানির মামলা করতে বাধ্য হবো।’
তিনি আরও উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি অতীতে ইলেকট্রিশিয়ান ছিলেন। পরে ভুয়া সাংবাদিক পরিচয়ে প্রতারণামূলক কর্মকাণ্ড শুরু করেন এবং বহুবার সতর্ক করা হলেও তিনি সেসব থেকে সরে আসেননি।
নিজের কর্মজীবনের প্রসঙ্গ টেনে জয়ন্ত রোজারিও বলেন, ‘২০১৩ সাল থেকে এনটিভি, চ্যানেল আই, মাছরাঙা টেলিভিশনসহ দেশের শীর্ষ টেলিভিশনে একক নাটক ও ধারাবাহিক নির্মাণ করেছি। দীর্ঘ কর্মজীবনে আমার বিরুদ্ধে কখনো এ ধরনের অভিযোগ ওঠেনি। সাম্প্রতিক অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।’
শেষে তিনি ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও ব্ল্যাকমেইলের তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে যেন কেউ তার সম্পর্কে ভিত্তিহীন প্রচারণা চালাতে না পারে— সে বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।
ডিআর/এসএসকে