Logo

বিনোদন

ইমরান খানের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন রেখা? পুরনো রিপোর্টে চমক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:২১

ইমরান খানের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন রেখা? পুরনো রিপোর্টে চমক

বলিউডের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী রেখা বরাবরই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু। রূপালি পর্দায় তার অসাধারণ অভিনয় ও ক্যারিশমা যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি ব্যক্তিগত জীবনও বহুবার হয়েছে চর্চার বিষয়। অমিতাভ বচ্চনের সঙ্গে তার প্রেমের গুঞ্জন এখনও বলিউডের ইতিহাসে অন্যতম আলোচিত অধ্যায়। তবে এবার সামনে এলো রেখার অতীতের আরেকটি ‘অজানা প্রেমকাহিনি’।

আশির দশকে পাকিস্তানের তারকা ক্রিকেটার ইমরান খান নাকি প্রেমে পড়েছিলেন এই বলিউড ডিভার। শোনা যায়, তারা কেবল ঘনিষ্ঠই ছিলেন না, বিয়ের পরিকল্পনাও করেছিলেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ১৯৮৫ সালের একটি স্টার রিপোর্ট। সেখানে দাবি করা হয়— ইমরান খান কয়েক সপ্তাহ মুম্বাইয়ে রেখার সঙ্গেই কাটিয়েছিলেন। প্রায়ই তাদের একসঙ্গে সমুদ্র সৈকতে ঘুরতে দেখা যেত। যারা কাছ থেকে দেখেছেন, তারা নাকি নিশ্চিত ছিলেন— এ দুজন গভীর সম্পর্কে আবদ্ধ।

রিপোর্টে আরও উল্লেখ ছিল, রেখার মা পুষ্পাবল্লী নিজেও ইমরান খানের ভক্ত ছিলেন। এমনকি তিনি নাকি মেয়ে ও ইমরানের বিয়ের ব্যাপারেও আগ্রহী ছিলেন এবং এক জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করেছিলেন। যদিও সেই পরামর্শের ফলাফল কী ছিল, তা আর জানা যায়নি।

তবে রেখা কিংবা ইমরান খান— কেউই কখনো এ সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। কেন শেষ পর্যন্ত তাদের সম্পর্ক ভেঙে যায়, তা এখনও রহস্যের আড়ালে।

অবশেষে রেখা ১৯৯০ সালে দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিয়ের কয়েক মাস পরই আত্মহত্যা করেন মুকেশ। এরপর থেকে রেখা আর কখনও বিয়ের পিঁড়িতে বসেননি।

রেখার জীবন নিয়ে যত কথাই শোনা যাক, ইমরান খানের সঙ্গে এই অপ্রকাশিত প্রেমকাহিনি বলিউড ও ক্রিকেট দুনিয়ার মিলেমিশে থাকা এক রহস্যময় অধ্যায় হিসেবেই থেকে গেছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন বলিউড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর