যেমন আছেন ভাল্লুকের হামলায় আহত গায়িকা কুরাতুলআইন বালুচ

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৩

পাকিস্তানের জনপ্রিয় গায়িকা কুরাতুলআইন বালুচ স্কার্দু ভ্রমণের সময় বাদামী ভাল্লুকের আক্রমণে আহত হয়েছেন। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে গিলগিট–বালতিস্তানের দিওসাই ন্যাশনাল পার্কে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
শনিবার বালুচের টিম তার ইনস্টাগ্রামে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে জানায়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম গ্রামগুলোতে ত্রাণ সহায়তা নিয়ে কাজ করতে বালতিস্তানে গিয়েছিলেন গায়িকা। সেখানে ত্রাণকাজে অংশ নিতে গিয়ে তাঁবুতে অবস্থান করার সময় হঠাৎ একটি বাদামী ভাল্লুক তাঁকে আক্রমণ করে।
বিবৃতিতে বলা হয়, কমপ্রিহেনসিভ ডিজাস্টার রেসপন্স সার্ভিসেস (CDRS) টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভাল্লুকটিকে তাড়িয়ে দেয়। পরে তাকে দ্রুত স্কার্দুতে আরএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি স্থিতিশীল আছেন এবং তার কোনো হাড় ভাঙেনি। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
বালুচের টিম জানিয়েছে, আপাতত তার বিশ্রাম ও ব্যক্তিগত সময় প্রয়োজন। সুস্থ না হওয়া পর্যন্ত সব ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। ভক্তদের প্রতি তারা গায়িকার দ্রুত আরোগ্যের জন্য দোয়া প্রার্থনার অনুরোধ জানিয়েছেন।
বালতিস্তান পুলিশের মুখপাত্র গুলাম মুহাম্মদ জানান, ঘটনার সময় বালুচের সঙ্গে আরও দুজন ছিলেন। আক্রমণে তার দুই হাতে নখ ও দাঁতের আঘাত লাগে, তবে তার ক্যামেরাম্যান ও অন্য এক সঙ্গী অক্ষত ছিলেন। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
সূত্র : ডন ডটকম