Logo

বিনোদন

তৌহিদ আফ্রিদিকে নিয়ে মুখ খুললেন দীঘি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:০১

তৌহিদ আফ্রিদিকে নিয়ে মুখ খুললেন দীঘি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের হত্যা মামলায় গ্রেপ্তারের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন তৌহিদ আফ্রিদি। তাকে ঘিরে একদিকে চলছে মামলার অগ্রগতি নিয়ে আলোচনা, অন্যদিকে ব্যক্তিজীবনের নানা তথ্য ফাঁস করে তোলপাড় করছে সামাজিকমাধ্যম। এর মধ্যেই ফের আলোচনায় এসেছে তার সঙ্গে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির সম্পর্কের গুঞ্জন।

কিছুদিন আগেও শোবিজ মহলে গুঞ্জন ছিল— আফ্রিদি আর দীঘি নাকি শিগগিরই বিয়ে করতে চলেছেন। তবে বাস্তবে আফ্রিদির স্ত্রী অন্য কেউ এবং তিনি এখন অন্তঃসত্ত্বা বলেই খবর মিলেছে। ফলে এ নিয়ে কৌতূহল আরও বেড়েছে নেটিজেনদের মধ্যে।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলেছেন দীঘি। জানিয়েছেন, বর্তমানে আফ্রিদির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।

পরিচয়ের সূত্র জানাতে গিয়ে দীঘি বলেন,
'মাই টিভির একটি অনুষ্ঠানে সে অ্যাংকর ছিল। সেখানেই প্রথম দেখা হয়, পরিচয়। তারপর বিষয়টি অনেক বেশি ভাইরাল হয়ে যায়। আমরা কেউ ভাবিনি যে এটা এতটা ছড়িয়ে পড়বে।'

তবে নিজেদের প্রেমের সম্পর্কের গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এই অভিনেত্রী। তার ভাষায়,
'আমরা কেউই কখনো বলিনি যে আমরা বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড। আমি তো বলিনি, আর ও তো আরও বেশি সিরিয়াস ছিল ব্যাপারটিতে। তবে একটা সময় বিষয়টা এতটাই বেড়ে যায় যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।'

দীঘি জানান, গুঞ্জনের কারণে তাদের পরিবারও বিব্রত হয়েছিল। তিনি বলেন, 'যে ব্যাপারটা নিয়ে আমরা নিজেরাই অবগত নই, কিংবা আমাদের চারপাশে এমন কিছু ঘটেইনি, সে বিষয় নিয়ে যখন হঠাৎ খবর বের হতে থাকে, তখন খুবই বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। এমনকি এমন সময়ও এসেছে যখন এক থেকে দেড় বছর আমাদের মধ্যে ঠিকমতো কথা হয়নি, দেখা করাও বন্ধ হয়ে গিয়েছিল।'

ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন চলচ্চিত্র তৌহিদ আফ্রিদি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর