Logo

বিনোদন

ধূমপান প্রসঙ্গ ঘিরে গুঞ্জন, আরশ খান জানালেন সুস্থ আছেন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১২

ধূমপান প্রসঙ্গ ঘিরে গুঞ্জন, আরশ খান জানালেন সুস্থ আছেন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। নানান সময়ে সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলে শিরোনামেও এসেছেন তিনি। এবার ব্যক্তিজীবনের এক অভ্যাস ‘ধূমপান’— তা নিয়ে খোলামেলা পোস্ট করায় আলোচনায় উঠে এসেছেন এই অভিনেতা।

তবে তার পোস্ট ঘিরে নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে বিভ্রান্তি। কেউ কেউ ভেবেছেন, আরশ অসুস্থ হয়ে পড়েছেন। এমনকি গুঞ্জন ছড়িয়ে পড়ে যে তিনি নাকি আইসিইউতে ভর্তি!

গুঞ্জনের জবাবে নিজেই আবার ফেসবুকে আরেকটি পোস্ট দেন আরশ খান। সেখানে তিনি লেখেন, ‘আমি সুস্থ আলহামদুলিল্লাহ। অনুজদের সতর্ক করতে দেওয়া পোস্টের কারণে যারা আমাকে ‘আইসিইউ’ পর্যন্ত নিয়ে যাচ্ছেন, তাদের অনুরোধ করব এমনটা না করতে।’

অভিনেতা আরও লিখেছেন, ‘আমার হৃদয়, কিডনি, লিভার, ফুসফুস— সব ঠিক আছে। জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না ইনশাআল্লাহ।’

সবশেষে ভুয়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আগের নম্বরই আছে আমার। ছাপানোর আগে তথ্য জানতে কল করুন, টেক্সট করুন, মিসডকলও চলবে। বাঁচতে হলে জানতে হবে।’

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন আরশ খান টিভি নাটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর