Logo

বিনোদন

ভার্জিনিয়ায় বসবাসকারী বাঙালিরা এই প্রথম নায়ক-নায়িকা দেখল : জায়েদ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২২

ভার্জিনিয়ায় বসবাসকারী বাঙালিরা এই প্রথম নায়ক-নায়িকা দেখল : জায়েদ

ঢালিউডের আলোচিত নায়ক জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে অনুষ্ঠান সঞ্চালনা থেকে শুরু করে বিভিন্ন অঙ্গরাজ্যে আয়োজিত বাঙালি সম্প্রদায়ের সাংস্কৃতিক আয়োজনে তাকে দেখা যাচ্ছে নিয়মিত।

সম্প্রতি ভার্জিনিয়ার বাংলাদেশ ফেস্টিভাল–এ তাকে এক মঞ্চে পাওয়া যায় জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি এবং ছোটপর্দার আলোচিত মুখ তানজিন তিশার সঙ্গে। সেই মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা জল্পনা। বিশেষ করে তানজিন তিশার উপস্থিতি নিয়ে কৌতূহল তৈরি হয় দর্শকদের মাঝে।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘ভার্জিনিয়াতে একটি অনুষ্ঠান ছিল, বাংলাদেশ ফেস্টিভাল। একই মঞ্চে মাহি, তানজিন তিশা ও আমি ছিলাম। ভার্জিনিয়ায় বসবাসকারী বাঙালিরা এই প্রথম নায়ক-নায়িকা দেখল। অনুষ্ঠান শেষে আমরা একটা ছবি তুলেছি। এটাই আর কিছু নয়।’

জায়েদ খান আরও বলেন, ‘এ ছাড়া মঞ্চে এস আই টুটুল, আসিফ আকবর— তারা সবাই মঞ্চে পারফরম করেছেন। এখানের আয়োজনে প্রচুর বাঙালি ছিল, আয়োজকও বেশ খুশি। এখানের মানুষজন চায়, এমন আয়োজন যেন নিয়মিত হয়। সবাই খুবই উপভোগ করেছে।’

অন্যদিকে, মাহিয়া মাহিও বর্তমানে যুক্তরাষ্ট্রেই রয়েছেন। সম্প্রতি তিনি সেখানে গিয়েই প্রবাসী বাঙালিদের বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন জায়েদ খান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর