Logo

বিনোদন

কাজাখস্তানে নিশো-রনিদের অভিযানে নেটদুনিয়ায় কৌতূহল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৮

কাজাখস্তানে নিশো-রনিদের অভিযানে নেটদুনিয়ায় কৌতূহল

লাল পাহাড় আর মরুভূমির মতো দুর্গম প্রাকৃতিক পরিবেশ— এমন এক জায়গায় সম্প্রতি দেখা গেছে অভিনেতা আফরান নিশোকে। তার সঙ্গে ছিলেন নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, আর্ট ডিরেক্টর শহীদুল ইসলাম এবং আরও কয়েকজন বিদেশি সহযোগী। নামগুলো একসঙ্গে শোনা মাত্রই দর্শকের মনে পড়ে যায় আলোচিত সিনেমা ‘দম’– এর কথা। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে— তাহলে কি এই ছবির লোকেশন খোঁজতেই তারা পাড়ি জমিয়েছেন সেখানে?

যদিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে রেদওয়ান রনির সোশ্যাল মিডিয়া পোস্ট ইঙ্গিত দিচ্ছে ঠিক সেটাই। তিনি কিছু ছবি শেয়ার করে লিখেছেন— ‘দম–এর দম পরীক্ষা।’ মুহূর্তেই ছবিগুলো ঘিরে নেটদুনিয়ায় শুরু হয় আলোচনার ঝড়।

চিত্রগুলো দেখে অনুমান করা যাচ্ছে, মূলত লোকেশন রেকিই করছেন তারা। সিনেমার জন্য কতটা রোমাঞ্চকর পরিবেশে দৃশ্যধারণ হতে পারে, আর শিল্পীদের জন্য কতটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে— সেটা সরেজমিনে যাচাই করতেই এ সফর। নিশো দেখছেন অভিনয়ের প্রস্তুতি কেমন হওয়া উচিত, আর নির্মাতা খুঁজছেন কাহিনিকে জীবন্ত করে তোলার সঠিক দৃশ্যপট।

এর আগে লোকেশন হিসেবে সৌদি আরব ও জর্ডানের নাম শোনা গেলেও এবার গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয়েছে কাজাখস্তান। রনির পোস্টের হ্যাশট্যাগ— #দমরেকি #কাজাখস্তান—তা স্পষ্ট করে দিয়েছে।

দীর্ঘ বিরতির পর নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি। তার ভাষায়, ‘দম নিয়ে দম বানাতে আসছি।’ সিনেমাটি নির্মিত হচ্ছে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায়, যেখানে থাকবে টিকে থাকার লড়াই বা সার্ভাইভালের গল্প।

এই ছবিতে অভিনয় করছেন দুই তারকা আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার জন্য নিশো যেমন উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, তেমনি চঞ্চল চৌধুরীর কথায়— গল্পটি এতটাই অনন্য যে দর্শকরা অবাক হবেন। তবে এখনো প্রকাশ করা হয়নি কে থাকবেন সিনেমার প্রধান নারী চরিত্রে।

এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত ‘দম’ মুক্তির জন্য নির্ধারিত হয়েছে ২০২৬ সালের রোজার ঈদ।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন আফরান নিশো

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর