Logo

বিনোদন

১০ বছর পর একসঙ্গে তারা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৯

১০ বছর পর একসঙ্গে তারা

গত এক দশকে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। নতুন গান, স্টেজ শো আর টেলিভিশন অনুষ্ঠান নিয়েই তার ব্যস্ততা। পাশাপাশি সিনেমার জন্যও কণ্ঠ দিয়েছেন একাধিক গানে।

সম্প্রতি প্রকাশের অপেক্ষায় আছে পূজার নতুন একটি গান। দ্বৈত এই গানে তার সহশিল্পী মোহাম্মদ মিলন। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, আর সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।

গানটি প্রসঙ্গে পূজা বলেন, ‘আমার আর মিলনের একাধিক গান আগেও শ্রোতারা পছন্দ করেছেন। তার ধারাবাহিকতায় এই গানটি করেছি। দারুণ কথা আর সুরে তৈরি হয়েছে গানটি। আমি নিশ্চিত শ্রোতাদের ভালো লাগবে।’

এদিকে এই গানটিকে ঘিরে প্রায় ১০ বছর পর আবারও একই টিমে একসঙ্গে কাজ করার সুযোগ পেলেন তারা। এ বিষয়ে বাংলাদেশের খবরকে পূজা বলেন, ‘অনুভূতিটা সত্যিই অসাধারণ। নানা সময়ে আলাদা আলাদা করে সবার সঙ্গে আমার কাজ হয়েছে— মিলনের সঙ্গে, ইমরানের সঙ্গে, জীবন মামার সঙ্গে। কিন্তু এই চারজন একসঙ্গে সর্বশেষ কাজ করেছিলাম ১০ বছর আগে। আবারও আমরা এক হলাম, এটা ভীষণ আনন্দের। আশা করি শ্রোতারাও গানটি ভালোবাসবেন।’

পূজা আরও জানান, কয়েকটি নতুন গান তৈরি হয়ে আছে তার। এর মধ্যে একক গানও রয়েছে, থাকছে দ্বৈত গান। এ গানগুলো নির্দিষ্ট সময় পর পর এ বছরই নিজের চ্যানেলে ভিডিওসহ প্রকাশের ইচ্ছা আছে তার। 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর