Logo

বিনোদন

অমিত হাসান ও মেহজাবীন মেহার প্রথম মঞ্চ পরিবেশনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৩

অমিত হাসান ও মেহজাবীন মেহার প্রথম মঞ্চ পরিবেশনা

আমেরিকা প্রবাসী কণ্ঠশিল্পী মেহজাবীন মেহা বর্তমানে মঞ্চ পরিবেশনাতেই ব্যস্ত সময় পার করছেন। দেশি-বিদেশি খ্যাতনামা শিল্পীদের সঙ্গে নিয়মিতই বিদেশের মাটিতে গান পরিবেশন করছেন তিনি।

সম্প্রতি নিউইয়র্কে উইমেনস ফ্যাশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে চিত্রনায়ক অমিত হাসানের সঙ্গে প্রথমবারের মতো একই মঞ্চে গান পরিবেশন করেন মেহা। নাচ-গানে দর্শকদের মাতিয়ে রাখেন তারা। মেহার গানের সঙ্গে তাল মিলিয়ে পারফর্ম করেন অমিত হাসান।

মেহা বলেন, ‘প্রথমবারের মতো অমিত হাসান ভাইয়ের সঙ্গে একই মঞ্চে পরিবেশনা করে ভালো লাগছে। উইমেনস ফ্যাশন আমার নিজস্ব প্রতিষ্ঠান। বিদেশের মাটিতে গানের পাশাপাশি ব্যবসাও করি। সবার কাছে দোয়া চাই, যেন প্রতিষ্ঠানটি আরও এগিয়ে নিতে পারি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা শাহনূর, প্রদীপ ভট্টাচার্য ও প্রবাসী সংগীতশিল্পীরা। প্রধান অতিথি ছিলেন সারা হোমকেয়ার-এর প্রতিষ্ঠাতা সাজাদী পারভিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাবু জামান। 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর