Logo

বিনোদন

বলিউডে অভিষেক ঘটলো আরিফিন শুভর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ২১:১০

বলিউডে অভিষেক ঘটলো আরিফিন শুভর
কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল খবর— বলিউডে পা রাখছেন ঢালিউড তারকা আরিফিন শুভ। এতদিন তা গুঞ্জনেই সীমাবদ্ধ ছিল। এবার সেটি সত্যি হলো।

ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ সম্প্রতি তাদের নতুন সিরিজ ‘জ্যাজ সিটি’র প্রথম ঝলক প্রকাশ করেছে। দুই মিনিটের বেশি সময়ের সেই ভিডিওতে শুভকে দেখা গেছে একেবারে ভিন্ন রূপে। তার সঙ্গে একই ফ্রেমে ছিলেন বলিউডের তারকা প্রভু দেবা ও রাভিনা ট্যান্ডন।

সত্তরের দশকের আবহে নির্মিত সিরিজটিতে শুভর একাধিক লুক নজর কাড়ছে দর্শকের। কোথাও ধূসর স্লিম কাট স্যুটে গম্ভীর ভঙ্গি, কোথাও ঝকঝকে সাদা স্যুটে নাচের তালে তাল মেলানো, আবার কোথাও সাধারণ সাদা পাঞ্জাবিতে অনন্য আবির্ভাব— প্রতিটি রূপেই যেন এক নতুন শুভ।

প্রযোজক সংস্থার তথ্য অনুযায়ী, সিরিজটির কাহিনি আবর্তিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার পটভূমিকে ঘিরে। শুভর বিপরীতে থাকছেন টলিউড অভিনেত্রী সৌরসেনি মিত্র। সম্পূর্ণ রেট্রো সেটে দৃশ্যধারণ করা হয়েছে, যাতে দর্শক ফিরে যান সত্তরের দশকের আবহে।

এটাই শুভর প্রথম বলিউড প্রজেক্ট। ফলে তার ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। ঝলক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাসে ভরপুর প্রতিক্রিয়া দিচ্ছেন তারা।

উল্লেখ্য, সম্প্রতি শুভ অভিনীত সিনেমা ‘নীলচক্র’ মুক্তি পেয়েছে। শিগগিরই মুক্তির অপেক্ষায় আছে ‘নূর’ ও ‘ঠিকানা বাংলাদেশ’।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর