লাইফ সাপোর্টে ফরিদা পারভীন, অবস্থার আরও অবনতি

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৮
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৭
লালনের গানের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি বর্তমানে আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন।
তার ছেলে ইমাম জাফর নোমানী জানিয়েছেন, বুধবার বিকেল থেকেই ফরিদা পারভীনের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং ব্লাডপ্রেশার নামতে থাকে। এ অবস্থায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন— ‘আম্মার শ্বাস-প্রশ্বাস ও রক্তচাপ এখন কেবল মেশিন ও ওষুধের মাধ্যমে সচল রাখা হচ্ছে। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করলেও বাস্তবতা হলো, উন্নতির সম্ভাবনা খুবই কম।’
তিনি আরও জানান, সরকারের কয়েকটি মন্ত্রণালয় নিয়মিত খোঁজ নিচ্ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষও সর্বোচ্চ সহযোগিতা করছে। তবে চিকিৎসার খরচ বা অন্য কোনো সহযোগিতার প্রয়োজন নেই বলে পরিবারের পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করেছেন তিনি।
ইমাম জাফর নোমানী অনুরোধ করেছেন, ‘আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার শেষ সময়টুকু সহজ ও শান্তিপূর্ণ করেন।’
ডিআর/এসএসকে/এইচআর/এএইচকে