যে কারণে দুঃখ প্রকাশ করলেন পপি

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৩
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৭
বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পপি অনেকদিন ধরেই আলোচনার আড়ালে ছিলেন। হঠাৎ করে অভিনয়জগৎ থেকে সরে যাওয়া এই তারকা অবশেষে জন্মদিনে নীরবতা ভেঙে নিজের অসমাপ্ত সিনেমা ও নির্মাতাদের নিয়ে কথা বলেছেন।
প্রায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে পর্দায় নেই তিনি। সর্বশেষ ২০২২ সালে শিল্পী সমিতির নির্বাচনে ভিডিওবার্তায় ভক্তদের সামনে এসেছিলেন পপি। এরপর আর কোথাও দেখা মেলেনি। এ বছরের শুরুতে পারিবারিক বিষয়ে আলোচনা-সমালোচনায় এলেও অভিনয় প্রসঙ্গে তখনও চুপ ছিলেন তিনি।
অবশেষে ১০ সেপ্টেম্বর জন্মদিনে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পপি বলেন, ‘শুধু দুটি নয়, আমার বেশ কয়েকটি সিনেমা অসমাপ্ত রয়েছে। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার কারণে নির্মাতাদের অনেক অসুবিধা হয়েছে। কিন্তু সব সময় জীবন নিজের পরিকল্পনা মতো চলে না। কিছু সিদ্ধান্ত পরিস্থিতি তৈরি করে দেয়।’
তিনি আরও বলেন, ‘কখনোই ইচ্ছাকৃতভাবে কাজ আটকে রাখিনি। আমি চাই, যদি সুযোগ হয় অসমাপ্ত সিনেমাগুলো শেষ করে দেব। যদি না হয়, নির্মাতাদের কাছে ক্ষমা প্রার্থনা ছাড়া আর কিছুই করার নেই। তারা যেন আমাকে ভুল না বোঝেন।’
তবে অভিনয়ে ফেরার সম্ভাবনা খুব একটা নেই বলেই জানিয়েছেন এই নায়িকা। বরং চলচ্চিত্র প্রযোজনার দিকেই তার আগ্রহ বেশি। অতীতে প্রযোজক হিসেবে কাজ করেছেন তিনি, যদিও বর্তমানে নতুন কোনো প্রকল্প হাতে নেই।
পপির আড়ালে চলে যাওয়ার কারণে ‘ভালোবাসার প্রজাপতি’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’সহ একাধিক সিনেমার কাজ এখনও থমকে আছে।
ডিআর/এসএসকে/এইচআর/এএইচকে