Logo

বিনোদন

চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, গুরুতর আহত অভিনেত্রী কারিশমা শর্মা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৫

চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, গুরুতর আহত অভিনেত্রী কারিশমা শর্মা

বলিউডের পরিচিত মুখ কারিশমা শর্মা— যিনি ‘রাগিনি এমএমএস রিটার্নস’, ‘পেয়ার কা পঞ্চনামা ২’ কিংবা ‘এক ভিলেন রিটার্নস’-এর মতো ছবিতে অভিনয় করেছেন— বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মাথা ও পিঠে গুরুতর আঘাত পেয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হঠাৎ করেই চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন এই অভিনেত্রী। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তার অবস্থা স্থিতিশীল হলেও চোট বেশ গুরুতর।

কেন এমন ঝুঁকিপূর্ণ কাজ করলেন তিনি? বিষয়টি নিয়ে কারিশমা নিজেই মুখ খোলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি জানান,

‘১১ সেপ্টেম্বর শুটিংয়ের জন্য চার্চগেট যাচ্ছিলাম। সেদিন শাড়ি পরে ট্রেনে উঠেছিলাম। কিছুক্ষণ পর খেয়াল করি আমার বন্ধুরা উঠতে পারেনি। ইতিমধ্যেই ট্রেন দ্রুতগতিতে চলতে শুরু করেছে। আতঙ্কে আমি ঝাঁপ দিই এবং চিত হয়ে পড়ে মাথায় জোর আঘাত পাই।’

কারিশমা আরও জানান, তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত তৈরি হয়েছে। বিশেষ করে পিঠে প্রচণ্ড চোট লেগেছে এবং মাথা ফুলে গেছে। চিকিৎসকের পরামর্শে তিনি এমআরআই করিয়েছেন। এখন তাকে একদিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘গতকাল থেকে আমি ভীষণ কষ্টে আছি। তবে সাহস রাখার চেষ্টা করছি। আমার জন্য প্রার্থনা করবেন, ভালোবাসা পাঠাবেন।’

কারিশমা শর্মাকে এর আগে ‘হোটেল মিলান’, ‘ফাসতে ফাসাতে’-সহ বেশ কিছু চলচ্চিত্রে দেখা গেছে। এছাড়াও তিনি একাধিক ওয়েব সিরিজ ও টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন বলিউড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর