
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল সোয়াইবুর রহমান রাসেল পরিচালিত চলচ্চিত্র ‘নন্দিনী’। আজ শুক্রবার থেকে দেশের ২৬টি প্রেক্ষাগৃহে একসঙ্গে প্রদর্শিত হচ্ছে ছবিটি।
২০১৭ সালে শুরু হয়েছিল ছবিটির শুটিং। কিন্তু করোনার মহামারি, প্রযোজকের অসুস্থতা ও নানা জটিলতায় বারবার থেমে যায় কাজ। সব বাধা অতিক্রম করে ২০২২ সালে সম্পন্ন হয় শুটিং। এরপর কয়েকবার মুক্তির পরিকল্পনা করা হলেও তা বাস্তবায়ন হয়নি। অবশেষে মুক্তির আলো দেখল ‘নন্দিনী’।
পরিচালক সোয়াইবুর রহমান রাসেল বলেন, ‘প্রথম ছবির নির্মাতা হিসেবে অনেক চাপের মধ্য দিয়ে সময় পার করেছি। একাধিকবার চেষ্টা করেও মুক্তি দিতে পারিনি। এবার আর বসে থাকিনি, সেপ্টেম্বর মাসটিকে উপযুক্ত মনে হওয়ায় মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।’
পরিতোষ বাড়ৈর উপন্যাস ‘নরক নন্দিনী’ অবলম্বনে নির্মিত ছবিটি নিয়তির যুদ্ধে লড়ে যাওয়া এক নারীর সংগ্রামের গল্প। সেই চরিত্রে অভিনয় করেছেন ঢাকার অভিনেত্রী নাজিরা মৌ। আর সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে পশ্চিমবঙ্গের ইন্দ্রনীল সেনগুপ্তকে।
এছাড়া অভিনয় করেছেন— ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু, ইরেশ যাকের, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া ও ইলোরা গহর।
যেসব প্রেক্ষাগৃহে চলছে ‘নন্দিনী’
স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), সনি স্কয়ার (মিরপুর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (জিঞ্জিরা), শ্যামলী সিনেপ্লেক্স, সৈনিক ক্লাব সিনেমা (বনানী), বিজিবি অডিটরিয়াম (পিলখানা), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স (রাজশাহী), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), মমো ইন সিনেপ্লেক্স (বগুড়া), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), সুগন্ধা সিনেপ্লেক্স (চট্টগ্রাম), স্বপ্নীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া), নিউ গুলশান সিনেমা (জিঞ্জিরা), চন্দ্রিমা সিনেমা (শ্রীপুর, আশুলিয়া), বর্ষা সিনেমা (গাজীপুর), ছায়াবানী সিনেমা (ময়মনসিংহ), নন্দিতা সিনেমা (সিলেট), রাজতিলক সিনেমা (রাজশাহী), মডার্ন সিনেমা (দিনাজপুর), অভিরুচি সিনেমা (বরিশাল), রাজ সিনেমা (কুলিয়ারচর) ও মাধবী সিনেপ্লেক্স (মধুপুর)।
ডিআর/এসএসকে