Logo

বিনোদন

ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড পেলেন সংগীতশিল্পী আকিব

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৫

ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড পেলেন সংগীতশিল্পী আকিব

সংগীতশিল্পী আকিব বিন আখতার

সংগীতশিল্পী আকিব বিন আখতার ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। সম্প্রতি জমকালো আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয় ইভেন্ট স্টোরি প্রেজেন্স ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড ২০২৫।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় অর্ধশতাধিক তারকা শিল্পী। চলচ্চিত্র, সংগীত, নৃত্য, নাটক ও ফ্যাশন ইন্ডাস্ট্রির বিভিন্ন শাখার ব্যক্তিত্বদের এ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন অনন্ত জলিল, বর্ষা, মিলা, আকিব, আলভী, রুমা, আঁখি, নূতন, শিমলা, এস ডি রুবেল, রিনি, দীঘি, রুবেল, দেবাশীষ বিশ্বাস, ইভান সোহাগ, ডা. মিয়ামি ও ডি এ তায়েবসহ আরও অনেক তারকা।

অনুষ্ঠানটির আয়োজন করে পরিবেশ সংরক্ষণ মানবাধিকার বাস্তবায়ন সাংবাদিক সোসাইটি। 

সম্মাননা প্রাপ্তির পর নিজের অনুভূতি জানাতে গিয়ে সংগীতশিল্পী আকিব বলেন, ‘যেকোনো সম্মাননা নতুন কাজের সাহস যোগায়। আমি মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। আমি যেন আরও ভালো কাজ উপহার দিতে পারি, সে জন্য সবাই দোয়া করবেন। এভাবেই কাজ করে ক্যারিয়ারের ঝুলিতে সম্মাননা পেতে চাই। ভক্ত-শ্রোতার ভালোবাসায় বেঁচে থাকতে চাই আজীবন।’ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলা গান পুরস্কার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর