লোকসংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে উদীচীর শোক

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৬

ছবি : সংগৃহীত
লোকসংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রোববার (১৪ সেপ্টেম্বর) ফরিদা পারভীনের মৃত্যুতে উদীচীর কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এক যৌথ বিবৃতিতে শোক জ্ঞাপন করে।
ওই বিবৃতিতে তারা বলেন, ‘ফরিদা পারভীনের নাম লোকসংগীত, বিশেষ করে লালন সংগীতের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে। তার কণ্ঠে লালনসংগীত নতুন মাত্রা পেয়েছে। তিনি কেবল দেশে নয়, বিদেশেও লালনের সুর ও তত্ত্ব পৌঁছে দিয়েছেন।’
তারা আরও বলেন, ‘ফরিদা পারভীন লালনের গান এমনভাবে পরিবেশন করতেন যে, তা শুধুই গান হিসেবে থাকত না; হয়ে যেত মানুষের জীবন, মাটি ও সমাজের গল্প। তার জীবনভর লালন দর্শনের গভীরতা মানুষের আত্মিক উন্নয়নে অনন্য অবদান রেখেছে।’
উদীচীর নেতৃবৃন্দ বলেন, ‘ফরিদা পারভীনের মৃত্যু দেশের সংগীত অঙ্গনে যে শূন্যতা তৈরি করেছে, তা কখনও পূরণ হবার নয়। আমরা তাকে চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। তার শোকাহত পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি আমাদের গভীর সমবেদনা।’
ডিআর/এএ