ভিডিওকলে ফরিদা পারভীনকে শ্রদ্ধা জানালেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩
-68c6a80aacd20.jpg)
বাংলাদেশের সংগীতাঙ্গন শোকে মুহ্যমান। রবিবার দুপুর ১২টার দিকে কিংবদন্তি সংগীতশিল্পী ফরিদা পারভীনের মরদেহ শেষ শ্রদ্ধার জন্য নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তার ভক্ত, অনুরাগী ও শিল্পী সহকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা জানানোর মুহূর্তে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক অঙ্গনের অসংখ্য মানুষ। তবে দেশের বাইরে থাকায় আসতে পারেননি উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা। দূর থেকেও তিনি শেষ বিদায়ের সঙ্গে যুক্ত হন— ভিডিওকলের মাধ্যমে ফরিদা পারভীনকে এক নজর দেখেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।
শনিবার রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ফরিদা পারভীন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এই বরেণ্য শিল্পী। নিয়মিত ডায়ালাইসিস চলছিল, তবে সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে না– ফেরার দেশে পাড়ি জমান তিনি।
লালনসংগীতকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়া ফরিদা পারভীন জীবদ্দশায় পেয়েছেন একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু স্বীকৃতি। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয়— বাংলার লোকসংগীতের এক অনন্য কণ্ঠস্বর, যা প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে যাবে।