যেভাবে সাধারণ মেয়ে থেকে তারকা হয়ে উঠলেন হানিয়া আমির

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৭
-68caceba4f4c6.jpg)
একজন সাধারণ কনটেন্ট ক্রিয়েটর থেকে আজ পাকিস্তানের সবচেয়ে আলোচিত নায়িকাদের একজন— হানিয়া আমির। প্রাণবন্ত হাসি, স্বতঃস্ফূর্ত অভিনয় আর সোশ্যাল মিডিয়ায় সহজ উপস্থিতি— সব মিলিয়ে অল্প সময়েই তিনি পৌঁছে গেছেন কোটি ভক্তের হৃদয়ে।
১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি, পাঞ্জাবের রাওয়ালপিন্ডিতে জন্ম হানিয়ার। ছোটবেলা কেটেছে চ্যালেঞ্জে ভরা এক সংসারে। বাবা-মায়ের বিচ্ছেদের পর মায়ের হাত ধরেই বড় হয়েছেন তিনি। জীবনের এই কঠিন অধ্যায়ই তাকে করেছে দৃঢ় ও আত্মবিশ্বাসী।
হানিয়ার আলোচনায় আসা শুরু একেবারেই হঠাৎ করে। বন্ধুদের সঙ্গে বানানো কিছু ডাবস্ম্যাশ ভিডিও ভাইরাল হয়ে তাকে এনে দেয় পরিচিতি। তখন তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। ভিডিওগুলো দেখে মুগ্ধ হন এক নির্মাতা, আর সেখান থেকেই সুযোগ আসে বড় পর্দায়।
২০১৬ সালে মুক্তি পাওয়া ‘জনান’ সিনেমার মাধ্যমে হানিয়ার চলচ্চিত্রে অভিষেক। প্রথম ছবিতেই স্বাভাবিক অভিনয় আর প্রাণচাঞ্চল্যে দর্শকের মন জয় করে নেন তিনি। এরপর টেলিভিশন নাটক, বিজ্ঞাপনচিত্র ও ওয়েব কনটেন্টে একের পর এক কাজ করেছেন। ইশকিয়া, মেরে হামসাফর, ফেরি টেল— প্রতিটি নাটকই তাকে করেছে দর্শকের প্রিয় মুখ।
তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই থাকে কৌতূহল। হানিয়াও এর ব্যতিক্রম নন। একসময় গায়ক আসিম আজহারের সঙ্গে তার সম্পর্ক ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক টেকেনি। বর্তমানে তিনি অবিবাহিত, যদিও প্রায়ই সহঅভিনেতাদের সঙ্গে নাম জড়ায় গুঞ্জনে।
হানিয়ার নিজের ভাষায়, ‘আমি তরুণ, আমি সত্যি, আমি খোলামেলা। ভুলও করব, ভালো সিদ্ধান্তও নেব। কিন্তু মানুষ হওয়ার জন্য আমি কখনো ক্ষমা চাইব না।’
হানিয়ার জনপ্রিয়তার আসল কারণ হলো তার স্বাভাবিকতা। ক্যামেরার সামনে কিংবা বাইরে— তিনি ঠিক একই রকম উচ্ছল। ইনস্টাগ্রাম ও টিকটকে তার ভিডিওগুলোতে ভক্তরা পান একেবারে আলাদা এনার্জি। ফ্যাশন আর বিউটি ব্র্যান্ডের কাছেও তিনি এখন অন্যতম পছন্দের তারকা।
তবে আলোচনার পাশাপাশি সমালোচনাও কম হয়নি। পোশাক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় খোলামেলা মন্তব্য— সবকিছু নিয়েই বিতর্কে পড়েছেন। কিন্তু এসবকে নেতিবাচকভাবে না নিয়ে বরং নিজের আত্মবিশ্বাস আরও শক্ত করেছেন। তার ভাষায়— ‘আমার ত্বক আমাকে সংজ্ঞায়িত করে না। আমি যেমন, তাতেই আমি স্বাচ্ছন্দ্যে আছি।’
আজ হানিয়া আমির শুধু পাকিস্তান নয়, পুরো দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা। সম্প্রতি দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে অভিনয় করে আবারও শিরোনামে এসেছেন তিনি।
একজন সাধারণ মেয়ে থেকে স্টার হয়ে ওঠার এই যাত্রাই প্রমাণ করে— স্বপ্ন থাকলে আর সেই স্বপ্নকে বাস্তবায়নের সাহস থাকলে, সবকিছুই সম্ভব।