Logo

বিনোদন

কাল একসঙ্গে মুক্তি পাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’ ও ‘ফেরেশতে’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৪

কাল একসঙ্গে মুক্তি পাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’ ও ‘ফেরেশতে’

বাংলা সিনেমার দর্শকদের জন্য আসছে একসঙ্গে দুটি বহুল আলোচিত ছবি। আগামীকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’ এবং ‘ফেরেশতে’।

লীসা গাজীর পরিচালনায় নির্মিত ‘বাড়ির নাম শাহানা’ সত্য ঘটনা অবলম্বনে তৈরি। একজন নারীর স্বাধীনভাবে বাঁচার লড়াই ও স্বপ্নের গল্প বলা হয়েছে সিনেমাটিতে। আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ প্রযোজিত এই ছবিটি দেশের ৯টি আধুনিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, সনি স্কয়ার মিরপুর, উত্তরার সেন্টার পয়েন্ট, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার, কেরানীগঞ্জের লায়ন, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, দিয়াবাড়ির ম্যাজিক মুভি থিয়েটার, রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ হোটেল এবং বগুড়ার মম ইন— এই সব প্রেক্ষাগৃহেই দর্শক দেখতে পারবেন ছবিটি।

এদিকে, একই দিনে বড় পর্দায় আসছে জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনসংগ্রাম নিয়ে নির্মিত এই ছবির পরিচালক ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। প্রায় তিন বছর আগে নির্মাণের পর ছবিটি আন্তর্জাতিক অঙ্গনে একাধিকবার প্রদর্শিত হয়েছে। ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য জাতীয় পুরস্কার জেতে ‘ফেরেশতে’। এছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী ছবিও ছিল এটি।

দর্শকদের জন্য তাই সপ্তাহান্তে থাকছে ভিন্নধর্মী দুই গল্প— একদিকে নারীর আত্মপ্রত্যয়ের যাত্রা, অন্যদিকে মানবিক বোধ জাগানো সংগ্রামী জীবনের কাহিনি।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন জয়া আহসান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর