Logo

বিনোদন

কেন ‘কল্কি’র সিকুয়েল থেকে বাদ পড়লেন দীপিকা পাড়ুকোন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩২

কেন ‘কল্কি’র সিকুয়েল থেকে বাদ পড়লেন দীপিকা পাড়ুকোন

‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তির পর থেকেই দর্শকের মনে ছিল একটাই প্রশ্ন— এর সিকুয়েলেও কি থাকবেন দীপিকা পাড়ুকোন? তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘বৈজয়ন্তী মুভিস’। সাফ জানানো হয়েছে, নাগ অশ্বিন পরিচালিত এই বহুল আলোচিত ছবির সিকুয়েলে থাকছেন না দীপিকা।

প্রযোজনা সংস্থার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দীর্ঘ আলোচনার পর আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে ‘কল্কি ২৮৯৮ এডি’র পরবর্তী কিস্তিতে দীপিকা থাকবেন না। প্রথম ছবিটি বানাতে দীর্ঘ সময় আমরা একসঙ্গে কাজ করা সত্ত্বেও এবার একসঙ্গে কাজ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।’

এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই হতাশ হয়েছেন দীপিকার অনুরাগীরা। যদিও পোস্টের শেষে তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনাও জানিয়েছে প্রযোজকরা। অনেকের মতে, ব্যক্তিগত কারণে তিনি সময় দিতে পারছেন না বলেই তাকে ছাড়া সিকুয়েল শুরু করতে হচ্ছে।

গত বছর সেপ্টেম্বরে প্রথমবারের মতো মা হয়েছেন দীপিকা। বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে আছেন তিনি। শোনা যাচ্ছে, সন্তানকে সময় দেওয়ার জন্য তিনি কোনও ন্যানি রাখছেন না। আর এ কারণেই ‘কল্কি ২৮৯৮ এডি’ সিকুয়েলের কাজ পিছিয়ে যাচ্ছিল।

এর আগে সন্দীপ রেড্ডি বঙ্গার ছবির প্রকল্প ‘স্পিরিট’ থেকেও বাদ পড়েছিলেন এই অভিনেত্রী। কারণ, তিনি শর্ত দিয়েছিলেন— শুটিংয়ের সময়সীমা আট ঘণ্টার বেশি হবে না, আর পারিশ্রমিক দিতে হবে ২০ কোটি টাকা। ফলে নির্মাতারা বাধ্য হয়েই তাকে নিয়ে এগোতে পারেননি।

সব মিলিয়ে, টানা কয়েকটি প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোয় ভক্তদের মনে প্রশ্ন উঠছে— দীপিকার ফোকাস আপাতত কি পুরোপুরি পরিবারেই?

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন দীপিকা পাডুকোন বলিউড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর