Logo

বিনোদন

আবারও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হলেন তানজিয়া জামান মিথিলা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৮

আবারও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হলেন তানজিয়া জামান মিথিলা

দেশের আলোচিত মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা জয় করলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিন হাউসে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

এই জয়ের ফলে আসছে নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ৭৪তম মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হলো, এ খেতাব মিথিলার কাছে নতুন নয়। ২০২০ সালেও তিনি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হয়েছিলেন। তবে মহামারির কারণে আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার সুযোগ পাননি। এবার দ্বিতীয়বারের মতো দেশের প্রতিনিধি হয়ে বৈশ্বিক মঞ্চে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন তিনি।

আয়োজনের বিশেষ মুহূর্তে ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক বলেন, ‘মিস ইউনিভার্স কেবল সৌন্দর্যের প্রতিযোগিতা নয়; এটি আত্মবিশ্বাস, বুদ্ধিমত্তা ও লক্ষ্য পূরণের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। বাংলাদেশকে সেখানে উপস্থাপন করতে পারা আমাদের জন্য গর্বের।’

অন্যদিকে মুকুট জয়ের পর আবেগঘন কণ্ঠে মিথিলা বলেন, ‘আমার আজকের এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা আমার মায়ের। তিনি ছিলেন আমার শক্তি আর প্রেরণার উৎস। এই অর্জন শুধু আমার নয়, তারও। আমি চাই গর্ব, সাহস ও সম্মানের সঙ্গে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরতে। সবার কাছে দোয়া চাই।’

বাংলাদেশের বিনোদন দুনিয়া এখন তাকিয়ে আছে মিথিলার দিকে— আন্তর্জাতিক মঞ্চে তিনি কেমন পারফর্ম করেন, সেটাই এখন ভক্তদের বড় প্রত্যাশা।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন তানজিয়া জামান মিথিলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর