আবারও বিয়ে করলেন শবনম ফারিয়া, বাদাম ও খেজুর দিয়ে অতিথি আপ্যায়ন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৪
আবারও বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তার বর তানজিম তৈয়ব, যিনি মূলত রাজশাহীর সন্তান। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর রাজধানীর মাদানি এভিনিউয়ের আল মুস্তফা মসজিদে সম্পন্ন হয় ফারিয়া ও তৈয়বের বিয়ের আনুষ্ঠানিকতা। ঘনিষ্ঠ সূত্র জানায়, বিয়ের পরপরই উপস্থিত অতিথিদের খেজুর ও বাদাম দিয়ে মিষ্টিমুখ করানো হয়।
শবনম ফারিয়া বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন মডেল হিসেবে। ধীরে ধীরে একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করেন। বড় পর্দায় তার অভিষেক হয় অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে।
ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন জীবনের জন্য তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন। প্রসঙ্গত, শবনম ফারিয়া এর আগে ২০১৮ সালে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে।

