Logo

বিনোদন

ঢাকায় এসে প্রথম দিনে যা যা করলেন হানিয়া আমির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬

আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৪

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির এখন ঢাকায়! প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন তিনি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকায় পৌঁছান হানিয়া আমির। পরদিন শুক্রবার নিজের ফেসবুক পেজ থেকেই তিনি ঢাকায় থাকার খবর ভক্তদের জানান।

শুক্রবার বিকেলে হাজির হন পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা আহসান মঞ্জিলে। সেখানে সানসিল্কের একটি বিশেষ শুটিংয়ে অংশ নেন তিনি। সঙ্গে ছিলেন বাংলাদেশের ইউটিউবার ও মডেল রাফসান দ্য ছোটো ভাই।

শুধু শুটিং নয়, ঢাকার স্বাদও নিলেন হানিয়া। আহসান মঞ্জিলের সামনে বসেই ঝালমুড়ি ও ফুসকা খেতে দেখা যায় তাকে। রাফসান মজার ছলে ঝালমুড়ির গল্প শোনাচ্ছিলেন, আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হয় ভক্তদের জন্য।

হানিয়া নিজের ইনস্টাগ্রামে ১৬টি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন— ‘ব্রেকাপ ঝালমুড়ি’! অন্যদিকে রাফসানও তিনটি ছবি পোস্ট করে মজার ছলে লিখেছেন, ‘হানিয়া কেন ব্রেকাপ ঝালমুড়ি খেলো?

এদিকে শনিবার (২০ সেপ্টেম্বর) তিনি থাকবেন ঢাকার শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে। আর ২১ সেপ্টেম্বর অংশ নেবেন সানসিল্কের এক্সক্লুসিভ ফটোশুটে। 

আয়োজক সূত্রে জানা গেছে, ভক্তদের সঙ্গে আরও কিছু চমক ভাগ করবেন হানিয়া।

২০১৬ সালে ‘জানান’ চলচ্চিত্র দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। মেরে হামসাফার, ফেইরি টেল, দিলরুবা, আনা—এমন বহু হিট নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে তিনি পাকিস্তানসহ প্রবাসী দর্শকদের মন জয় করেছেন। বর্তমানে তিনি পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত তারকা, ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা প্রায় ২ কোটি।

ঢাকায় হানিয়া আমিরের সফর ঘিরে ইতিমধ্যেই তুমুল উচ্ছ্বাস তৈরি হয়েছে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন শেরাটন ও সানসিল্ক ইভেন্টের জন্য। আপনারা কী মনে করেন—ঢাকায় হানিয়ার সফর আসলে বিজ্ঞাপনী ক্যাম্পেইন, নাকি ভক্তদের জন্য নতুন কোনো চমক? কমেন্টে জানাতে ভুলবেন না।

এএ/এমএমআর/এএইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হানিয়া আমির

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর