
বলিউড অভিনেত্রী আমিশা পটেল— তাকে ঘিরে ভক্তদের এক প্রশ্ন বরাবরই থেকে গেছে: কবে বিয়ে করবেন? যদিও বিয়ের খবর এখনও আসেনি, তবে মাতৃত্ব নিয়ে অভিনেত্রীর ভাবনা সবসময়ই আলোচনায় থেকেছে। এবার জানা গেল, তিনি বিয়ে না করেও মা হওয়ার স্বাদ নিচ্ছেন ভিন্ন পথে।
সম্প্রতি খবর ছড়িয়েছে, চুপিচুপি কয়েকজন অনাথ শিশুকে দত্তক নিয়েছেন আমিশা। শুধু তাই নয়, তাদের শিক্ষা ও চিকিৎসার সমস্ত খরচও তিনি বহন করছেন। যদিও বিষয়টি নিয়ে খুব একটা প্রচার করেননি, তবুও ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছেন তিনি।
আমিশা বলেন, ‘আমি আমার ভাগ্নে–ভাগ্নি আর খুড়তুতো ভাইবোনদের ডায়াপার চেঞ্জ করতাম, খাওয়াতাম, ঘুম পাড়িয়ে দিতাম। তখনই বলতাম, আমি একদিন পুরো ক্রিকেট টিমের জন্ম দেবো। মা বলতেন— একটা সন্তান আগে হোক, তারপর দেখা যাবে। মা হওয়া আসলেই অনেক কঠিন। তবে আমার ভেতরে সবসময়ই বাচ্চাদের প্রতি এক অদ্ভুত টান কাজ করে।’
অভিনেত্রীর ভাষায়, অনাথ শিশুদের নিয়ে ভাবনা তার জীবনের বড় অংশ। তিনি বলেন, ‘একটা সময় ভেবেছিলাম, এতগুলো অনাথ বাচ্চার একটা ঘর দেওয়া গেলে কেমন ভালো হয়। তারপর আমি সিদ্ধান্ত নিই কিছু বাচ্চাকে দত্তক নেওয়ার। তারা জানেও না আমি তাদের দত্তক নিয়েছি। তবে শিক্ষা, চিকিৎসা বা ভালোভাবে মানুষ করে তোলার জন্য আমি চুপিচুপি চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
বিয়ে বা সন্তান না থাকলেও আমিশা নিজের জীবন নিজের মতো করেই সাজিয়েছেন। তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই মেয়েলি সাজগোজ পছন্দ করতাম। কিন্তু জীবনের নানা ওঠাপড়া আমাকে অনেকটা পুরুষালি মানসিকতায় গড়ে তুলেছে। তবুও, আমার ভেতরের স্নেহময়ী মা-সত্তা সবসময় বেঁচে আছে।’