অভিনেতা হাসান মাসুদকে হানিয়া আমিরের অবজ্ঞা : সত্যি কি ঘটেছিল?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৮
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ২২:০১
সোশ্যাল মিডিয়ার এই যুগে গুজব ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। আর যখন সেই গুজবের কেন্দ্রে থাকেন আমাদের প্রিয় তারকারা, তখন কৌতূহল আরও বাড়ে। রবিবার সকাল থেকে এমনই একটি খবর নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে, পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির নাকি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদকে অবজ্ঞা করেছেন। কী হয়েছিল সেদিন? সত্যিই কি হানিয়া আমির হাত মেলাতে অস্বীকার করেছিলেন? আজ আমরা সেই বিতর্কের আড়ালে থাকা আসল সত্যটি উদঘাটন করব।
গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাত থেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে একটি পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, ঢাকার শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে তারকাদের এক মিলনমেলায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে অভিনেতা হাসান মাসুদও ছিলেন। পোস্টের বর্ণনানুযায়ী, হানিয়া আমির একে একে সবার সঙ্গে হাত মেলালেও, যখন হাসান মাসুদ তার দিকে হাত বাড়িয়ে দেন, তখন হানিয়া নাকি তার সঙ্গে হাত মেলাতে আপত্তি জানান। ভাইরাল পোস্টে এমনকি বর্ণবাদী মন্তব্য করে বলা হয় যে, হাসান মাসুদ দেখতে কালো বলেই হানিয়া তার সঙ্গে হাত মেলাননি। এই খবরটি মুহূর্তেই আলোড়ন সৃষ্টি করে এবং অনেক ভক্ত-অনুরাগী ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন।
তবে এই ভাইরাল খবরের সত্যতা জানতে চাইলে হাসান মাসুদ গণমাধ্যমকে স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। হাসান মাসুদ বলেন, ‘এমন কোনো ঘটনা আমার জানা নেই। হানিয়া আমির কে, কবে বাংলাদেশে এসেছেন, বা এ ঘটনার কিছুই জানি না আমি। কারণ আমি অনেকদিন ধরেই কোথাও কোনো অনুষ্ঠানে যাচ্ছি না।’
তিনি আরও বলেন যে, তিনি হানিয়া আমিরকে চেনেনও না। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং বিব্রতকর বলে তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন গত ১৮ সেপ্টেম্বর রাতে। একটি আন্তর্জাতিক ব্র্যান্ড সানসিল্কের আমন্ত্রণে তিনি এই সফরে আসেন। ঢাকায় পা রেখেই তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি ভক্তদের ভালোবাসা এবং আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। তিনি আহসান মঞ্জিল ঘুরে দেখেছেন, ফুচকা ও ঝালমুড়ি খেয়েছেন এবং একটি পাঁচ তারকা হোটেলে সানসিল্কের আয়োজনে একটি অনুষ্ঠানেও অংশ নিয়েছেন। তার এই সফরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসানসহ আরও অনেকে ছিলেন। তবে কোনো সূত্রই হাসান মাসুদের সঙ্গে তার দেখা হওয়ার বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করেনি।
বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই গুজবটি প্রাথমিকভাবে একটি ফেসবুক পেজ থেকে মজা করে পোস্ট করা হয়েছিল, যা পরবর্তীতে ভুল তথ্যের ভিত্তিতে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। এই ধরনের ভিত্তিহীন খবর সমাজে ভুল ধারণা তৈরি করে এবং শিল্পীদের ভাবমূর্তি নষ্ট করতে পারে। তাই যেকোনো তথ্য যাচাই না করে বিশ্বাস করা বা শেয়ার করা থেকে বিরত থাকা উচিত।
ডিআর/এসএসকে/এইচআর/এএইকে

