Logo

বিনোদন

যে কারণে শাহরুখকে বাদ দিয়ে শাকিব খানকে বেছে নিলেন হানিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ২১:২০

যে কারণে শাহরুখকে বাদ দিয়ে শাকিব খানকে বেছে নিলেন হানিয়া

বলিউড বাদশা শাহরুখ খান নাকি ঢালিউড কিং শাকিব খান?— এই প্রশ্নটি কোটি ভক্তের মনে ঘুরপাক খেলেও, এর উত্তর দেওয়া বেশ কঠিন। তবে সম্প্রতি ঢাকায় এসে এই কঠিন প্রশ্নেরই এক দারুণ বুদ্ধিদীপ্ত উত্তর দিলেন পাকিস্তানি তারকা অভিনেত্রী হানিয়া আমির। বাংলাদেশি ভক্তদের মন জয় করতে তিনি এক মুহূর্তও দেরি করেননি; বলিউড বাদশাকে পাশে রেখে বেছে নিয়েছেন এদেশের সুপারস্টার শাকিব খানকে।

ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে। কয়েক দিনের সফরে বাংলাদেশে আসা হানিয়া আমির সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চে আসেন উপস্থাপক সৌমিক আহমেদ এবং হানিয়ার সঙ্গে এক মজাদার প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। সেখানেই হানিয়ার দিকে ছুঁড়ে দেওয়া হয় সেই তারকা-কূটনীতির সবচেয়ে কঠিন প্রশ্নটি— ‘শাহরুখ খান নাকি শাকিব খান, আপনার কাকে পছন্দ?’

এমন প্রশ্নে একটুও না ভেবে মিষ্টি হেসে হানিয়া আমির যে উত্তর দেন, তাতে উপস্থিত দর্শকদের মধ্যে হর্ষধ্বনি ওঠে। তিনি বলেন, ‘আমার মনে হয়, তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ শাকিব খান।’

তার এই উত্তর শুধু একটি সাধারণ পছন্দ ছিল না, বরং ছিল বাংলাদেশের মানুষের প্রতি তার সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি নিজের ব্যক্তিগত পছন্দের কথা না বলে, বুদ্ধিমত্তার সঙ্গে বেছে নিলেন বাংলাদেশের গণমানুষের পছন্দকে। এই একটি উত্তরেই তিনি প্রমাণ করে দিলেন, কেন তিনি শুধু পাকিস্তানেই নন, এই বাংলার তরুণ প্রজন্মের কাছেও এতটা জনপ্রিয়।

এর আগে শুক্রবার ভোরে হানিয়াকে দেখা গিয়েছিল পুরান ঢাকার আহসান মঞ্জিলে। সেখানে তিনি কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাইয়ের সঙ্গে একটি ভ্লগ শুটে অংশ নেন এবং রাস্তার ধারের ফুচকা ও ঝালমুড়ির স্বাদ পরখ করে দেখেন। তাঁর এই সহজ-সরল আচরণ এবং বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা মুগ্ধ করেছে সবাইকে।

উল্লেখ্য, ১৯৯৭ সালে রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণকারী হানিয়া আমির ২০১৬ সালে চলচ্চিত্রে পা রাখেন। ‘পারওয়াজ হ্যায় জুনুন’-এর মতো বাণিজ্যিকভাবে সফল সিনেমার পাশাপাশি ‘ফির ওহি মহব্বত’-এর মতো টিভি নাটকে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়ান। অভিনয়ের বাইরেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ১৮.৯ মিলিয়নের বেশি অনুসারী রয়েছে, যা তাকে এই প্রজন্মের অন্যতম প্রভাবশালী তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন হানিয়া আমির শাহরুখ খান শাকিব খান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর