
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার দাপিয়ে বেড়াচ্ছেন বড়পর্দাতেও। ক্যারিয়ারে প্রথমবার সিনেমায় অভিষেকের পর থেকেই একের পর এক সাফল্যের মুখ দেখতে চলেছেন তিনি।
মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ ছবিতে অভিনয়ের গুণেই আরও একধাপ এগিয়ে গেলেন মেহজাবীন। সিনেমাটি ইতোমধ্যেই তার ভাগ্য খুলে দিয়েছে বলা চলে। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সাড়া ফেলেছে ‘সাবা’।
প্রথমে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এরপর বুসান। সেই সঙ্গে ইন্দোনেশিয়া ও সৌদি আরবের রেড সি উৎসবেও জায়গা করে নিয়েছে ছবিটি। একের পর এক আন্তর্জাতিক আসরে সাফল্য এনে দিয়েছে ‘সাবা’।
এরই মধ্যে দেশে ছবিটির মুক্তির তারিখও ঘোষণা করেছেন পরিচালক। আগামী ২৬ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সাবা’।
ছবির মুক্তি উপলক্ষে সম্প্রতি দেড় মিনিটের একটি ট্রেলার প্রকাশ করেছেন মেহজাবীন। সামাজিক মাধ্যমে ট্রেলার শেয়ার করে তিনি লিখেছেন, ‘সাবা’ এটি একটি চলচ্চিত্র।
ট্রেলারে দেখা যায়, বাবার নিখোঁজ হওয়ার পর অসুস্থ মাকে নিয়ে একা লড়াই শুরু করে মেয়ে সাবা। মা-মেয়ের সম্পর্ক, সংগ্রাম আর আবেগঘন মুহূর্তগুলো দর্শকদের নাড়া দিয়েছে। ট্রেলার প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় ওঠে।
অভিনেত্রী মেহজাবীন বলেন, ‘এই যাত্রায় হেঁটে যান, প্রতিটি মুহূর্ত অনুভব করুন। আর শেষে উপলব্ধি করুন— মা আর সন্তানের বন্ধন কতটা অমূল্য। আর ভুলবেন না— আপনার মাকে সঙ্গে নিয়ে আসতে।’