Logo

বিনোদন

মা হচ্ছেন পরীণীতি চোপড়া, প্রকাশ করলেন বেবি বাম্পের ছবি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪১

মা হচ্ছেন পরীণীতি চোপড়া, প্রকাশ করলেন বেবি বাম্পের ছবি

প্রায় এক মাস আগে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া মাতৃত্বের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণা দেওয়ার পর থেকে আর জনসম্মুখে দেখা মেলেনি তার। অবশেষে নিজের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওর মাধ্যমে আবারও অনুরাগীদের সামনে এলেন তিনি— আর তাতেই প্রথমবারের মতো প্রকাশ্যে ধরা দিলো তার বেবি বাম্প।

আট মাস আগে ইউটিউবে নিজের শেষ ভিডিও পোস্ট করেছিলেন পরিণীতি। দীর্ঘ বিরতির পর নতুন ভিডিও প্রকাশ করে তিনি অনুরাগীদের চমকে দেন। ভিডিওতে অভিনেত্রী বলেন— ‘আট মাস আগে আমি এই চ্যানেলটি শুরু করেছিলাম। তখনও জানতাম না কী ধরনের ভিডিও করব, কীভাবে দর্শকদের সঙ্গে যুক্ত থাকব। রান্নার ভিডিও করব না, আবার একেবারে ব্যক্তিগত জীবনও শেয়ার করব না। তবে আমি যেসব ভিডিও দেব, তা যেন সবার ভালো লাগে, সবার সঙ্গে সংযোগ ঘটায়।’

ভিডিওতে স্পষ্ট বোঝা যায়, মাতৃত্বের আনন্দে উজ্জ্বল তিনি। এর আগে আগস্ট মাসে পরিণীতি ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের ছবি শেয়ার করেছিলেন, যার উপর লেখা ছিল— ১+১=৩। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘আসছে আমাদের ছোট্ট পৃথিবী। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করতে পারব না।’

সেই পোস্টের সঙ্গে নিজের ও স্বামীর একটি বিশেষ মুহূর্তের ভিডিওও শেয়ার করেছিলেন তিনি। পোস্টটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দেন হবু বাবা-মাকে।

এখন অভিনয়জগতের ব্যস্ততা পেছনে ফেলে পরিণীতি ও তার স্বামী একসঙ্গে নতুন দায়িত্ব— পিতৃত্ব-মাতৃত্বের প্রস্তুতি নিচ্ছেন। আর ইউটিউব ভিডিওর মাধ্যমে অনুরাগীদের সেই আনন্দ ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন বলিউড পরীণীতি চোপড়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর