২৭ প্রেক্ষাগৃহে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, বাড়ছে হল মালিকদের আগ্রহ

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৬

দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত নতুন চলচ্চিত্র ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। ইতোমধ্যেই দেশের বিভিন্ন জেলার ২৭টি প্রেক্ষাগৃহে সিনেমাটির বুকিং সম্পন্ন হয়েছে। মুক্তির আগেই ছবিটি নিয়ে দর্শকমহলে ও হল মালিকদের মধ্যে তৈরি হয়েছে তুমুল আগ্রহ।
হল বুকিং এজেন্ট রঞ্জন দে দৈনিক বাংলাদেশের খবর–কে বলেন, ‘পূজা উপলক্ষে সিনেমাটা মুক্তি দিচ্ছি আমরা। এখন পর্যন্ত ২৭টি সিনেমা হল বুকিং হয়েছে। হলমালিকদের আগ্রহের কেন্দ্র রয়েছে এই সিনেমাটি। আশা করছি, হলসংখ্যা আরও বাড়বে।’
পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘আমরা গল্পনির্ভর একটি সিনেমা বানিয়েছি। আশা করছি, দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি উপভোগ করবেন।’
চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। গান লিখেছেন, সুদীপ কুমার দীপ, সঙ্গীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। ছবিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মারুফ আকিব, রেবেকা, চিকন আলী প্রমুখ।
বুকিং করা সিনেমা হলগুলোর তালিকা :
আনন্দ (ফার্মগেট), আজাদ (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা ক্যান্টনমেন্ট), বিজিবি অডিটোরিয়াম (ঢাকা), নিউ গুলশান (জিঞ্জিরা), চাঁদমহল (কাঁচপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), সেনা অডিটোরিয়াম (সাভার), শাপলা টকিজ (রংপুর), ছায়াবানি (ময়মনসিংহ), মডার্ন (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), মোহন (হবিগঞ্জ), চিত্রালী (খুলনা), সঙ্গীতা (খুলনা), সুগন্ধা (চট্টগ্রাম), সোনিয়া (বগুড়া), আনন্দ (কুলিয়ারচর), মাধবী (মধুপুর), রাজতিলক (কাটাখালী), গ্র্যান্ড রিভারভিউ (রাজশাহী), অভিরুচি (বরিশাল), সোহাগ (ঘোড়াশাল), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি) এবং দর্শন (ভৈরব)।
এসএসকে/