বিশ্ববিখ্যাত পপস্টার রিহানা মা হয়েছেন। তিনি ও তার জীবনসঙ্গী মার্কিন র্যাপার রকি তাদের তৃতীয় সন্তানের আগমনের সুখবর ইতোমধ্যেই ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।
গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জন্ম নিয়েছে তাদের কন্যা সন্তান। এ দম্পতি সন্তানের নাম রেখেছেন রকি আইরিশ মায়ার্স। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে নবজাতককে কোলে নিয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা গেছে রিহানাকে। এর আগে এই দম্পতির সংসারে এসেছে দুই পুত্র সন্তান।
রিহানা গর্ভাবস্থার খবর প্রকাশ করেছিলেন চলতি বছরের মেট গালা’তে যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। আর নতুন কন্যার জন্মের খবর জানার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহকর্মীরা শুভেচ্ছার বন্যায় ভাসাচ্ছেন এই দম্পতিকে।
সংগীত, ফ্যাশন ও ব্যবসায় একযোগে সফল রিহানার জীবনে এ যেন নতুন অধ্যায়ের সূচনা। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন— নতুন দায়িত্ব সামলে আবার কবে মিউজিক জগতে ফিরবেন এই গ্লোবাল আইকন।
ডিআর/এসএসকে/এক্সএ/এএইচকে

