Logo

বিনোদন

যে কারণে ক্ষোভ প্রকাশ করলেন প্রভা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫২

আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ২১:৪৮

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ২০০৬ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে প্রবেশ করেন। ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত লস প্রজেক্ট নাটক দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন তিনি। এরপর দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। তবে এত দীর্ঘ ক্যারিয়ারের পর এবারই প্রথম বড়পর্দায় নাম লেখালেন প্রভা— সরকারি অনুদানের দুটি সিনেমায় কাজ শেষ করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় থাকেন প্রভা। তবে সম্প্রতি একটি বিষয় তাকে ক্ষুব্ধ করেছে। গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে আলাপকালে এক দর্শক জানান, প্রভার নামে একাধিক ভুয়া প্রোফাইল চালানো হচ্ছে। এ প্রসঙ্গে প্রভা বলেন, ‘হ্যাঁ, অনেক ফেক আইডি দেখেছি। কালকেও একটা দেখেছি। ওই আইডি থেকে আমার ছবিসহ পোস্ট দেওয়া হয়েছে— লেখা হয়েছে ‘আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন।’ এগুলো মোটেও আমার নয়।’

তিনি ভক্তদের অনুরোধ জানান, ভুয়া প্রোফাইল দেখলে যেন সঙ্গে সঙ্গে রিপোর্ট করা হয় এবং শুধু তার অফিসিয়াল পেজ বা ভেরিফায়েড আইডিতেই যোগাযোগ রাখা হয়। অভিনেত্রীর ভাষায়, ‘আমার নামে খোলা কোনো ভুয়া আইডি থেকে যদি রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী কথা বা অর্থ দাবি করা হয়, সেটি একেবারেই আমার কাজ নয়।’

ক্ষোভ প্রকাশ করে প্রভা আরও বলেন, ‘আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে আমার ছবি বা কাজ দিয়ে ফেক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান। এসব নকল প্রোফাইল বন্ধ করুন।’

প্রভার এই স্পষ্ট বার্তায় ভক্তরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ভুয়া প্রোফাইলের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

ডিআর/এসএসকে/এক্সএ/এএইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন সাদিয়া জাহান প্রভা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর