Logo

বিনোদন

চমক দেখাচ্ছে ‘ফেরেশতে’, দ্বিতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৯

চমক দেখাচ্ছে ‘ফেরেশতে’, দ্বিতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে!

ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমের নির্মিত সিনেমা ‘ফেরেশতে’ ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই আলোচনায়। ১৯ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায়। এখনো রাজধানীর স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস ও যমুনা ব্লকবাস্টার্সে নিয়মিতভাবে প্রদর্শিত হচ্ছে। শো-টাইমও বেশ জমজমাট— লায়ন সিনেমাসে দুপুর ১২টা ৩০মিনিটে, বিকেল ৫টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৭টা ২০ মিনিটে; ব্লকবাস্টারে সকাল ১১টা ৫০ মিনিটে, দুপুর ২টা ৪০ মিনিটে, বিকেল ৪টা ৫৫ মিনিটে ও রাত ৭টা ৩৫ মিনিটে; আর স্টার সিনেপ্লেক্সে দুপুর ২টা ১৫ মিনিটে ও রাত ৮টায়।

প্রযোজক ও অভিনেতা সুমন ফারুক বলেন, ‘আমাদের লক্ষ্য শুধুমাত্র ব্যবসা করা ছিলনা। আমরা মূলত চেয়েছিলাম একটি ভালো গল্পের সিনেমা উপহার দিতে। স্বাধীন ভাবে নতুন নির্মাতাদের জন্য সিনেমা হলে ছবি প্রদর্শন করানো সত্যিই অনেক কঠিন কাজ। তবে দর্শকরাই পারেন একটি সিনেমাকে প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে এগিয়ে নিতে। সৌভাগ্যবশত দর্শকদের কাছ থেকে আমরা সেই প্রত্যাশিত সাড়া পেয়েছি, যার ফলে দ্বিতীয় সপ্তাহেও ছবিটি চলছে। পূজার এই সময়ে দর্শকদের আগ্রহ আরও বাড়বে বলে আমার বিশ্বাস। আশা করি, মুখে মুখে প্রচারণার মাধ্যমে সিনেমাটি আরও কয়েক সপ্তাহ হলে টিকে থাকবে।’

গল্পের কেন্দ্রে রয়েছে সাধারণ মানুষের জীবন সংগ্রাম। ফেরেশতে একজন গার্মেন্টস কর্মী, আর তার স্বামী আমজাদ রিকশাচালক। তারা নিঃসন্তান, কিন্তু প্রতিবেশী এক বধির শিশুর দায়িত্ব নিজেদের কাধে তুলে নেন। জীবনের নুন আনতে পান্তা ফুরানো অবস্থাতেও তারা পরের জন্য ত্যাগ স্বীকার করে। ফেরেশতের স্বপ্ন নিজের টেইলরের দোকান, আমজাদের ইচ্ছে রিকশা ছেড়ে সিএনজি চালানো। ছোট ছোট এই স্বপ্নগুলো পূরণের পথে বাধা আসে নানা রকম— প্রলোভন, দারিদ্র্য আর সংগ্রাম। তবু তাদের সম্পর্কের মজবুত বন্ধন ও মানবিকতার শক্তিই গল্পকে এগিয়ে নিয়ে যায়।

জয়া আহসান অভিনীত ফেরেশতে চরিত্রটি একাধারে সহমর্মী, সাহসী ও ত্যাগী। তিনি কঠিন পরিস্থিতিতেও নীরবে লড়াই করেন, সংসার ও সম্মান দুটোই রক্ষা করেন। 

সুমন ফারুকের আমজাদ চরিত্রে উঠে এসেছে সৎ, পরিশ্রমী কিন্তু সীমাবদ্ধতায় ঘেরা একজন সাধারণ মানুষের চিত্র। দুজনের অভিনয়ের ভারসাম্যই সিনেমার আবেগকে শক্তিশালী করেছে। এছাড়া রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশু শিল্পী সাথীর উপস্থিতিও ছবিকে সমৃদ্ধ করেছে।

চিত্রনাট্য লিখেছেন ড.মুমিত আল রশিদ। নির্মাণে স্পষ্ট দেখা যায় ইরানি চলচ্চিত্র-ঘরানার প্রভাব— ক্যামেরার স্থিরতা, সংলাপের সরলতা আর দৈনন্দিন জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সূক্ষ্ম চিত্রায়ন। ঢাকাকে এখানে শুধুই শহরের পটভূমি হিসেবে ব্যবহার করা হয়নি; বরং ফুটপাত, গলি, শ্রমজীবী মানুষের ঘরবাড়ি— সব মিলিয়ে শহরটিকে এক জীবন্ত চরিত্রে রূপ দেওয়া হয়েছে।

দর্শকরা বলছেন, ছবিটির সবচেয়ে বড় শক্তি এর বাস্তবতা। শহরের ভেতরের সৌন্দর্যের পাশাপাশি দারিদ্র্য, বেদনা ও সংগ্রাম খুব কাছ থেকে ধরা পড়েছে। সংলাপগুলো সহজ অথচ গভীর; যেমন- ‘রিক্সাওয়ালা আমজাদদের সংসার ভাঙে না, সংসার ভাঙে বড় ডিগ্রিধারীদের।’ এমন বাক্য ছবিকে সাধারণ দর্শকের কাছে আরও আপন করে তোলে।

দেশে মুক্তির আগে ‘ফেরেশতে’ আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হয়েছে। ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশের ২৭০টি ছবির মধ্যে ছবিটি প্রশংসিত ও পুরস্কৃত হয়, ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ১৩০টি ছবির মধ্যে পুরস্কৃত হয়। ‘দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’- এর উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয়। উৎসবে উপস্থিত দেশি ও আন্তর্জাতিক অঙ্গনের গুণী সিনেমা বোদ্ধারা ছবিটির ভূয়সী প্রশংসা করেন। 

ছবিটি নিয়ে শর্মিলা ঠাকুর বলেন, ‘সহজ, সরল, সুন্দর সিনেমা। অভিনয় শিল্পীদের পারফর্মেন্স ছবিটিকে অনেক দূর নিয়ে যাবে বলে আমার বিশ্বাস।’ 

সবশেষে বলা যায়, ‘ফেরেশতে’ কেবল একটি সিনেমা নয়, বরং ঢাকার শ্রমজীবী মানুষের অদেখা সংগ্রাম ও নিঃস্বার্থ ভালোবাসার দলিল।বাণিজ্যিক ছবির ভিড়ে এটি আলাদা হয়ে দাঁড়িয়েছে মানবিকতার শক্তিশালী উপস্থাপনা হিসেবে।

ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন জয়া আহসান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর