
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও লেখক রাহুল মোদীর সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন চলছে। একসঙ্গে তাদের বিভিন্ন জায়গায় দেখা গেলেও এতদিন অভিনেত্রী বিষয়টি এড়িয়ে গেছেন। তবে সম্প্রতি নতুন একটি ভিডিও তাদের সম্পর্ককে আরও প্রকাশ্যে নিয়ে এসেছে।
ভিডিওতে দেখা যায়, শ্রদ্ধা খাবার খাচ্ছেন আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন রাহুল। হঠাৎ লজ্জায় শ্রদ্ধা বলেন— 'হ্যাট'। মুহূর্তটি ছড়িয়ে পড়তেই বলিউডে জোর গুঞ্জন শুরু হয়েছে— ধীরে ধীরে কি নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে আনছেন তারা?
যদিও শ্রদ্ধা কাপুর বিয়ে বা সম্পর্ক নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে বলিউড অঙ্গনে জোর গুঞ্জন— চলতি বছরেই বাজতে পারে বিয়ের সানাই।
ভক্তদের কৌতূহল বাড়ছে দিন দিন। শ্রদ্ধা-রাহুলের এই সম্পর্ক আসলেই কি বিয়েতে গড়াবে? এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।