নিজেকে ভার্জিন দাবি করে শিগগিরই বাবা হওয়ার ঘোষণা দিলেন সালমান খান

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫০

বলিউডের সুপারস্টার সালমান খান আবারও আলোচনায়। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি যতবার শিরোনামে এসেছেন, এবার তার চেয়েও বেশি আলোড়ন তুলেছে তার সাম্প্রতিক মন্তব্য। নিজেকে ‘ভার্জিন’ দাবি করে শিগগিরই বাবা হতে চান বলে জানিয়েছেন বলিউডের এই ভাইজান।
গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অ্যামাজন প্রাইমে প্রচারিত নতুন শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেল’– এর প্রথম পর্বে অতিথি ছিলেন সালমান খান ও আমির খান। উপস্থাপনায় ছিলেন টুইঙ্কল খান্না ও কাজল। অনুষ্ঠানে খোলামেলা আলাপচারিতায় উঠে আসে বিয়ে, প্রেম আর সন্তান প্রসঙ্গ।
কথোপকথনের এক পর্যায়ে টুইঙ্কল খান্না মজা করে বলেন, ‘সালমান নিজেই বলে, সে ভার্জিন।’ এ সময় সালমান হেসে মাথা নেড়ে সম্মতি দেন। বিষয়টি নতুন নয়। এর আগেও, ২০১৩ সালে করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’–এ সালমান দাবি করেছিলেন তিনি এখনো ভার্জিন এবং একদিন বিয়ের পরই স্ত্রীকে ভালোবাসা দেবেন।
তবে এবারের শোতে খানিক ভিন্ন সুরে শোনা গেল সালমানকে। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি কয়েকজনকে এড়িয়ে যাই। দৌড়ে পালাই, যাতে পুরোনো সম্পর্কের ছায়া বর্তমান জীবনে না পড়ে। তবে সবার সঙ্গে দূরত্ব নেই। সঙ্গীতা (বিজলানি) এখনও পরিবারের মতো কাছের।’
ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে হঠাৎই বাবা হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেন সালমান। অকপটে জানান— ‘সন্তান তো হবেই, একদিন। খুব শিগগিরই হবে। শেষমেশ তো সন্তানের কথাই আসে। দেখা যাক।’
উল্লেখ্য, সালমান খানের প্রেমজীবন বরাবরই আলোচনায় ছিল। সঙ্গীতা বিজলানি, সোমি আলী, ঐশ্বরিয়া রাই কিংবা ক্যাটরিনা কাইফ— সব সম্পর্কই একসময় বি-টাউনের গসিপের কেন্দ্রবিন্দু ছিল। তবে নানা উত্থান-পতনের পরও সালমান এখনো অবিবাহিত।
বর্তমানে সালমানকে দেখা যাবে তার নতুন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’–এ, যা নিয়ে বলিউডে ইতোমধ্যেই তুমুল আগ্রহ তৈরি হয়েছে।