Logo

বিনোদন

ফিলিস্তিন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জেনিফার লরেন্স

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৮

ফিলিস্তিন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জেনিফার লরেন্স

স্পেনের বিখ্যাত সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়ে ইসরায়েল–ফিলিস্তিন ইস্যুতে খোলামেলা মত দিলেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। গাজার পরিস্থিতিকে তিনি সরাসরি ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেন এবং এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

নতুন ছবি ‘ডাই মাই লাভ’ প্রদর্শন ও মর্যাদাপূর্ণ ডোনোস্তিয়া অ্যাওয়ার্ড গ্রহণ করতে ২৬ সেপ্টেম্বর উৎসবে যোগ দেন লরেন্স। সংবাদ সম্মেলনে তাকে বারবার গাজা যুদ্ধ প্রসঙ্গে প্রশ্ন করা হলে আয়োজকরা বিষয়টি এড়িয়ে যেতে চান। তবে শেষদিকে নিজের অবস্থান স্পষ্ট করে লরেন্স বলেন, ‘আমি আতঙ্কিত, এটি ভয়াবহ। যা ঘটছে, তা নিছক গণহত্যা এবং এটি একেবারেই অগ্রহণযোগ্য। আমার এবং সবার সন্তানদের ভবিষ্যতের জন্য আমি আতঙ্কিত।’


আমেরিকার রাজনীতি প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার ভাষায়, ‘এখনকার বিভক্তি ও বিশৃঙ্খলা তরুণ প্রজন্মের কাছে স্বাভাবিক হয়ে যাচ্ছে। রাজনীতিবিদরা মিথ্যা বলছে, ফলে সততার জায়গাটা ধ্বংস হয়ে যাচ্ছে।’

তিনি সতর্ক করে বলেন, ‘পৃথিবীর এক প্রান্তের ঘটনাকে উপেক্ষা করলে তা দ্রুত অন্য প্রান্তেও ছড়িয়ে পড়বে।’ তবে একইসঙ্গে মনে করিয়ে দেন, রাজনৈতিক সমস্যার সমাধান শিল্পীদের দায়িত্ব নয়। বলেন, ‘আমাদের কথাগুলোকে রাজনৈতিক আগুনে ঘি ঢালার মতো ব্যবহার করা উচিত নয়। দায়ভার নিতে হবে নির্বাচিত প্রতিনিধিদের।’

লরেন্স বলেন, মানুষের উচিত ভোটের সময় দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় আনা। শিল্পী বা মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে যারা দাঁড়ান, তাদের ঘাড়ে যেন দোষ চাপানো না হয়।


সংবাদ সম্মেলনের শুরুতেই লরেন্স স্বীকার করেন, আমেরিকায় মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে। তার মতে, চলচ্চিত্র উৎসবগুলো এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এখানে মানুষ একে অপরের গল্প শুনতে, বুঝতে ও সহমর্মিতা গড়ে তুলতে পারে।

উৎসবে লরেন্স অভিনীত ‘ডাই মাই লাভ’ ছবির প্রিমিয়ারও অনুষ্ঠিত হয়। এতে তিনি গ্রেস নামের এক তরুণ মায়ের চরিত্রে অভিনয় করেছেন, যিনি মানসিক সংকটে ভুগছেন স্বামী জ্যাকসন (রবার্ট প্যাটিনসন)–এর কারণে। ছবিটি এর আগে কান চলচ্চিত্র উৎসবে ছয় মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল। সমালোচকরা লরেন্সের অভিনয়কে ‘বিস্ফোরক অথচ আবেগে দমিয়ে রাখা’ বলে প্রশংসা করেছেন।


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন হলিউড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর