Logo

বিনোদন

এবার বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন গায়ক আসিফ আকবর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৬

এবার বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন গায়ক আসিফ আকবর

সংগীতশিল্পী হিসেবে খ্যাতি পাওয়া আসিফ আকবর এবার নাম লিখাচ্ছেন ক্রিকেট প্রশাসনে। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। শুধু তাই নয়, আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন এই গায়ক।

অনেকে হয়তো ভুলেই গেছেন, গানের আগে আসিফ ছিলেন ক্রিকেটার। নব্বইয়ের দশকের শুরুতে তিনি ঢাকা প্রথম বিভাগ লিগে ইয়ং পেগাসাসের হয়ে খেলেছেন। এরও আগে স্কুল-কলেজ জীবনে কুমিল্লা জেলা স্কুল ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের হয়ে ক্রিকেট মাঠে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক হিসেবে।

বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে ব্যস্ত আসিফ। সেখানে ১৪টি শোর মধ্যে দুটি শেষ করে বাকি ১২টিতে গান গাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সেখান থেকেই গণমাধ্যমকে তিনি বলেন, ‘কুমিল্লার খেলাধুলার ঐতিহ্য একসময় অসাধারণ ছিল। ফুটবল, ক্রিকেট, হকি— সবখানেই আমাদের দাপট ছিল। অথচ এখন কুমিল্লায় টানা ছয় বছর ধরে ক্রিকেট লিগই হচ্ছে না! বিসিবিতে সুযোগ পেলে প্রথম কাজ হবে কুমিল্লার ক্রিকেটকে আগের জায়গায় ফিরিয়ে আনা।’

তিনি আরও জানান, নিজে থেকে নয়, বরং কুমিল্লার সাবেক ও বর্তমান ক্রিকেটার ও সংগঠকদের বিশেষ অনুরোধেই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন। বলেন, ‘ক্রিকেট আমার আবেগের জায়গা। হয়তো সে কারণেই দায়িত্বটা নিতে রাজি হয়েছি।’

আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। আসিফ আকবর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও তিনি ই–ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। ইতিমধ্যে কাউন্সিলরদের সঙ্গে তার যোগাযোগ শুরু হয়েছে।

এদিকে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিসিবির পরিচালক পদে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে, যা আগামীকাল জমা দিতে হবে।

গান থেকে শুরু করে ক্রিকেট মাঠ— এবার নতুন ভূমিকায় নিজেকে দেখতে যাচ্ছেন আসিফ আকবর।


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর